হোম > খেলা > টেনিস

অনূর্ধ্ব-১৪ টেনিসের ফাইনালে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের বালক দ্বৈতের ফাইনালে উঠেছে বাংলাদেশের জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া ও তানভীর মুন তুষার জুটি। আগামীকাল ফাইনালে পাকিস্তানি প্রতিপক্ষের মুখোমুখি হবে বাংলাদেশের দুই কিশোর ফাইনালিস্ট।

শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ সেমিফাইনালে মিয়ানমারের ফি সার সেই- দার উ জুটিকে ৬-৪, ১-৬, ১০-৮ সেটে হারিয়ে ফাইনালে ওঠে জাওয়াদ-তুষার জুটি। আগামীকাল পাকিস্তানের হামজা রমজান ও আবুবকর তালহার বিপক্ষে খেলবে জাওয়াদ-তুষার। আরেক সেমিফাইনালে মালদ্বীপের নুহ নাজিম ও আদম আল নিয়াজকে হারিয়েছে পাকিস্তানি টেনিস জুটি।

বালক দ্বৈতের ফাইনালে খেললেও আক্ষেপ থাকতে পারে জাওয়াদের। বালক এককের সেমিফাইনাল পর্যন্ত এলেও ফাইনালে আর খেলা হয়নি যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেওয়া জাওয়াদের। সেমিফাইনালে চাইনিজ তাইপের আইয়েন লিওয়ের কাছে হেরেছিল জাওয়াদ। বালক দ্বৈতের ফাইনাল নিশ্চিত করে একক ফাইনালে খেলতে না পারার আক্ষেপ কিছুটা হলেও কমতে পারে বাংলাদেশি কিশোরের।

অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম ধাপের ফাইনাল হবে আগামীকাল। এরপর দ্বিতীয় ধাপে আরেকটি প্রতিযোগিতা হবে ১৫ জানুয়ারি থেকে। । দুটি প্রতিযোগিতার মোট ফলাফলের ওপর ভিত্তি করে অংশগ্রহণকারী ১০ দেশ হতে ৪টি দেশ খেলবে ২০২৪ সালের আঞ্চলিক ইভেন্টের ফাইনাল রাউন্ডে।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস