হোম > খেলা > টেনিস

দাপুটে জয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু আলকারাজের

ক্রীড়া ডেস্ক    

দুর্দান্ত জয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করেছেন কার্লোস আলকারাজ। ছবি: এএফপি

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে দুর্দান্ত জয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করেছেন কার্লোস আলকারাজ। আজ রোলাঁ গারোঁয় স্প্যানিশ তারকা ইতালির প্রতিযোগী জুলিও জেপিয়েরিকে সরাসরি সেটে ৬-৩, ৬-৪, ৬-২ হারিয়েছেন।

ক্লে কোর্টে প্রায় ২ ঘণ্টার লড়াই শেষে জয়ের উচ্ছ্বাস করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজ। এই জয়ে আলকারাজ তাঁর গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে প্রথম রাউন্ডে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন।

তবে ম্যাচশেষে আলকারাজ জানিয়েছেন লড়াইটা সহজ ছিল না। স্প্যানিশ তারকা বলেন, ‘এটা ভালো লড়াই ছিল। টুর্নামেন্টের প্রথম রাউন্ড সব সময় সহজ হয় না, বিশেষ করে আপনি যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হন। কিন্তু আমি বেশ ভালোভাবেই শুরু করি এবং পুরো ম্যাচজুড়ে ছন্দটা ধরে রাখি। রোলাঁ গারোঁতে এমন শুরুর জন্য আমি সত্যিই গর্বিত।’

দ্বিতীয় রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ হবেন হাঙ্গেরিয়ান খেলোয়াড় ফাবিয়ান মারোজসান। যিনি ২০২৩ সালে রোম মাস্টার্সে আলকারাজকে পরাজিত করেছিলেন।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস