হোম > খেলা > টেনিস

সাংবাদিকদের এড়িয়ে চলায় ওসাকার জরিমানা ১৩ লাখ টাকা

ঢাকা: ফ্রেঞ্চ ওপেনটা কাল দুর্দান্ত শুরু করেছেন নাওমি ওসাকা। দ্বিতীয় বাছাই এই জাপানি টেনিস তারকা রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে সরাসরি সেটে (৬-৪,৭-৬ গেমে) হারিয়েছেন। এমন জয়েও স্বস্তিতে ছিলেন না ওসাকা। জেতার পরেও তাঁকে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না যাওয়ায় ১৫০০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ) জরিমানা গুনেছেন এই জাপানি নারী টেনিস তারকা।

ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে ‘মানসিকভাবে সুস্থ’ থাকতে সাংবাদিকদের মুখোমুখি না হওয়ার কথা বলেছিলেন ওসাকা। কাল প্রথম দিন ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি না হওয়ায় জরিমানা তো গুনেছেনই। ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ চলতি মৌসুম, এমনকি আগামী গ্র্যান্ড স্লাম থেকে বহিষ্কারের হুমকি দিয়ে টুইট করেছে। অবশ্য ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ টুইট পোস্টটি দ্রুত মুছেও দিয়েছে।

মুছে দেওয়ার আগেই অবশ্য ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষের পোস্ট চারদিকে ছড়িয়ে পড়েছে। আর ওসাকার পক্ষে কথা বলেছেন সাবেক এক নম্বর নারী টেনিস তারকা রেনে স্টাবস। টেনিসের এই পণ্ডিত বলেছেন, ‘কর্তৃপক্ষের পোস্টটি ওসাকার জন্য অপমানজনক! পেশাদার খেলোয়াড়দের দায়িত্ব সম্পর্কে আপনারা (কর্তৃপক্ষ) বুঝিয়ে দিয়েছেন ভালো কথা। কিন্তু কর্তৃপক্ষ হয়ে ওসাকার মতো তারকা খেলোয়াড়কে দোষী সাব্যস্ত আর অপদস্থ করা ভালো দেখাচ্ছে না।’

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস