হোম > খেলা > টেনিস

‘রাফাকে এভাবে কখনো খেলতে দেখিনি’

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। জ্যাক ড্রেপারের বিপক্ষে এক সেট হাতে রেখেই জয় পেয়েছেন নাদাল। তবে স্প্যানিশ এই তারকার জয় পেতে একটু কষ্টই হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এমন খেলা দেখে অবাক হয়েছেন ধারাভাষ্যকারেরাও। 

মেলবোর্ন ওপেনের প্রথম দিনেই খেলতে নেমেছিলেন নাদাল। ড্রেপারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন। তবে দ্বিতীয় সেটে দুইবার পয়েন্ট হারান স্প্যানিশ টেনিস তারকা। হতাশায় কপালে হাত দিয়েছেন বাছাইয়ের দুই নম্বর টেনিস তারকা। কিছুটা অসুস্থও বোধ করছিলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। আর ৬-২ গেমে সেট জিতেছিলেন ড্রেপার। ধারাভাষ্যকার জন ফিটজার‍্যাল্ড এমন অবস্থা দেখে বলেন, ‘এটা আশ্চর্যের বিষয়। আমি এভাবে রাফাকে কখনো দেখিনি। তার চেহারা দেখেই বোঝা গিয়েছিল সে ধাক্কা খেয়েছে।’

৭-৫ গেমে এগিয়ে থেকে দ্বিতীয় সেটে ৬-২ গেমে হেরে যান নাদাল। প্রথম দুই সেট সমতা হওয়ার পর পরের দুই সেটে জিতে যান স্প্যানিশ টেনিস তারকা। ড্রেপারকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী তারকা।

ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের মধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। এছাড়া দুবার জিতেছেন উইম্বলডন এবং চারবার জিতেছেন ইউএস ওপেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন স্প্যানিশ এই টেনিস তারকা। 

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস