হোম > খেলা > টেনিস

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে টেনিস তারকা

নিজেকে অভাগা ভাবতেই পারেন ফাবিও ফগনিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যে উদ্দেশ্যে স্টেডিয়ামে এসেছিলেন, তা তো হয়ইনি, উল্টো এখন বিপদে পড়েছেন তিনি। ইন্টার মিলানের সমর্থক হওয়ায় দলের শিরোপাজয় দেখতে এসেছিলেন তিনি। তবে ইস্তাম্বুলের ফাইনালে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হওয়ায় হতাশ হতে হয়েছে তাঁকে।

সেই হতাশা কাটতে না কাটতেই বড় শাস্তির মুখে পড়েছেন ফগনিনি। এ জন্য এখন নিজের ওপর প্রচণ্ড রাগ করতে পারেন তিনি। ফাইনাল দেখতে গিয়ে কেন নিজের সর্বনাশ করলেন তিনি? সর্বনাশ অবশ্য এখনো হয়নি, তবে বড় ঝামেলায় আছেন ইতালিয়ান টেনিস তারকা।

ফাইনাল দেখতে যাওয়ায় ডোপ টেস্ট মিস করেছেন ফগনিনি। নিয়ম অনুযায়ী সব টুর্নামেন্ট শুরুর আগে এই পরীক্ষা করানো হয় খেলোয়াড়দের। তেমনি আগামী মাসে শুরু হতে যাওয়া উইম্বলডনেও এটা বাধ্যতামূলক ছিল। কোর্টে নামার আগে তাই ইতালির টেনিস তারকার ডোপ টেস্ট করানোর কথা। কিন্তু তিনি তা না করে ফাইনাল দেখতে গিয়েছিলেন। এমনকি কর্তৃপক্ষ ডোপ টেস্ট নেওয়ার জন্য তাঁর বাসায় গিয়েও খুঁজে পায়নি।

এই অপরাধেই বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ফগনিনি। শোনা যাচ্ছে, তাঁকে নিষেধাজ্ঞা দিতে পারে টেনিস কর্তৃপক্ষ। এমনটা হলে উইম্বলডনে খেলতে পারবেন না বর্তমানে ১৩০ নম্বর র‍্যাঙ্কিংধারী তারকা। আগামী ৩ জুলাই শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম। এ নিয়ে দ্বিতীয়বার এমন অপরাধ করলেন ৩৬ বছর বয়সী ইতালিয়ান খেলোয়াড়।

ইন্টার মিলানকে সমর্থনের বিষয়ে ফগনিনি বলেছেন, ‘আমার পুরো পরিবার ইন্টারের সমর্থক। তবে আমার কাছে ইন্টার প্যাশন। রোনালদো ও ক্রিস্টিয়ান ভিয়েরিকে দেখে বড় হয়েছি। তবে আমার আদর্শ ইভান জামোরানো। এ ছাড়া সংকল্পের জন্য মার্কো মাতেরাজ্জিকে সব সময় পছন্দ করি। দলের সমর্থক হিসেবে আনন্দ ও রাগান্বিত হই।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস