হোম > খেলা > টেনিস

ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা, হেরে গেলেন বিলিয়নিয়ারের কন্যা

আর্থার অ্যাশ স্টেডিয়ামে নারী ইউএস ওপেনের ফাইনালটা কেবল শেষ হয়েছে। টুর্নামেন্ট শেষ হতে না হতেই কাঁদলেন আরিনা সাবালেঙ্কা। প্রথমবারের মতো ইউএস ওপেন জয় বলেই হয়তো বেলারুশের এই টেনিস তারকা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। 

মার্কিন বিলিয়নিয়ার টেরি পেগুলার মেয়ে জেসিকা পেগুলার সঙ্গে গত রাতে দারুণ লড়াই হয়েছে সাবালেঙ্কার। দুর্দান্ত লড়াইয়ের পর সাবালেঙ্কা জিতলেন ৭-৫, ৭-৫ গেমে। সরাসরি সেটে জিতে বেলারুশ-কন্যা যেমন নিজে প্রথমবার ইউএস ওপেন জিতলেন, তেমনি টুর্নামেন্টও খুঁজে পেল নতুন রানি। ম্যাচ শেষে সাবালেঙ্কা কী বলবেন, সেটাই যেন বুঝে উঠতে পারেননি। বেলারুশের এই টেনিস তারকা বলেন,‘আমি এই মুহূর্তে ভাষা হারিয়ে ফেলেছি। অনেকবার ইউএস ওপেন জয়ের কাছাকাছি গিয়েছিলাম। সব সময় এমনটাই স্বপ্ন দেখে এসেছিলাম। অবশেষে সুন্দর সেই ট্রফির ছোঁয়া পেলাম।’

ইউএস ওপেনের ফাইনাল এবারই প্রথম নয় সাবালেঙ্কার কাছে। বেলারুশ এই টেনিস তারকা গত বছর রানার্সআপ হয়েছিলেন কোকো গফের কাছে হেরে। এর আগে ২০২২ সালে সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল সাবালেঙ্কার। প্রথমবার শিরোপাজয়ের পর অতীতের স্মৃতিচারণা করেছেন বেলারুশ এই টেনিস তারকা, ‘সেই কঠিন মুহূর্তগুলোর কথা এখনো মনে আছে। তবে কখনোই স্বপ্ন দেখা বাদ দেবেন না। কঠোর পরিশ্রম করে যান। নিজেকে নিয়ে আমি অনেক গর্বিত। দলকে নিয়েও গর্ব হচ্ছে।’

ক্যারিয়ারে এই নিয়ে তিনবার একক কোনো গ্র্যান্ড স্লাম জিতলেন সাবালেঙ্কা। ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু। এ বছর জিতলেন আরও একটি অস্ট্রেলিয়ান ওপেন। সবশেষ পেলেন গত রাতের ইউএস ওপেন। বেলারুশ টেনিস তারকার  যেখানে আনন্দ, পেগুলার সেখানে একরাশ হতাশা। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি পেগুলার।  এর আগে সিনসিনাটি ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছেই হেরেছিলেন তিনি। সেই প্রতিশোধও নিতে পারলেন না পেগুলার।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস