অবশেষে নোভাক জোকোভিচকে নিয়ে জল্পনার অবসান হলো। তবে সেটাতে খুশি হওয়ার কারণ নেই সার্বিয়ান টেনিস তারকার। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারার শেষ ভরসা শুনানিতে হার মানতে হলো জোকোভিচকে। ফলে খুব দ্রুতই অস্ট্রেলিয়া ছাড়তে হতে পারে তাঁকে।
করোনার টিকা ছাড়া অস্ট্রেলিয়ায় অবস্থান করা যাবে না—অস্ট্রেলিয়ান সরকারের এমন সিদ্ধান্তের ওপর বহাল থাকলেন অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট। ফলে মেলবোর্নে শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নেওয়া হচ্ছে না জোকোভিচের। আগামী সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে নামার কথা ছিল তাঁর।
আজ আদালতে শুনানির সময় তিন বিচারকের প্যানেলের সামনে আপিল হয়, যেখানে অস্ট্রেলিয়া সরকারের দেওয়া নিষেধাজ্ঞা ‘অবৈধ এবং অযৌক্তিক’ বলে প্রমাণ করতে পারেননি জোকোভিচের আইনজীবীরা। মেলবোর্নের ইমিগ্রেশনের অধীনে একটি হোটেলে আটক আছেন জোকোভিচ। এর আগে অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক বিশেষ ক্ষমতাবলে জোকারের ভিসা বাতিল করেছিলেন।
অ্যালেক্স হক এক বিবৃতিতে জানান, জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত জনস্বার্থেই নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণে অস্ট্রেলিয়া ছাড়তে হতে পারে তাঁকে এবং পরের তিন বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না তিনি।