হোম > খেলা > টেনিস

নিজেকে সর্বশ্রেষ্ঠ মানতে নারাজ জোকোভিচ

শিরোপা সংখ্যায় পুরুষ টেনিসে নোভাক জোকোভিচই সর্বশ্রেষ্ঠ এটা মানতে কারও কোনো দ্বিধা নেই। টেনিস কিংবদন্তিসহ অনেকে এটা মানছেনও। তবে সার্বিয়ান তারকা নিজেকে এমনটা মানতে নারাজ। তাঁর মতে, তিনি শুধু নিজের ইতিহাস লিখছেন। আর কর্মের বিচারের দায়িত্ব অন্যর উপরে ছেড়ে দিয়েছেন। 

ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পর এমনটি জানিয়েছেন জোকোভিচ। গতকাল ক্যাসপার রুডকে হারিয় পুরুষ এককে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। রোলাঁ গারোয় চ্যাম্পিয়ন হওয়ার আগে রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে ২২ শিরোপা নিয়ে শীর্ষে ছিলেন সার্বিয়ান তারকা। নাদালেরই প্রিয় কোর্টে স্প্যানিশ তারকাকে ছাড়িয়ে গেছেন তিনি। আর ২০ গ্র্যান্ড স্লাম নিয়ে তিনে আছেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার। 

সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের পর অবধারিতভাবেই তাই সর্বশ্রেষ্ঠের প্রশ্নটি আবারও এসেছে। অন্যরা তাঁকে শ্রেষ্ঠ বললেও এ বিষয়ে জোকোভিচ বলছেন, ‘এই আলোচনায় যুক্ত হতে চাই না। আমি শুধু নিজের ইতিহাস লিখছি। বলতে চাই না আমিই সর্বশ্রেষ্ঠ। আলোচনাগুলো অন্যদের উপর ছেড়ে দিচ্ছি।’ 

চ্যাম্পিয়নের মধ্যে দিয়ে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরও ফিরে পাওয়া জোকোভিচ আরও বলেছেন, ‘এটা জেনে অবিশ্বাস্য লাগছে যে, দুজনের চেয়ে গ্র্যান্ড স্লামে এগিয়ে আছি। তবে আমরা প্রত্যেকেই নিজস্ব ইতিহাস লিখছি। অনুভব করি যে, প্রত্যেক কিংবদন্তি নিজ নিজ প্রজন্মে বিশাল পদচিহ্ন ও উত্তরাধিকার রেখে গেছেন।’

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস