হোম > খেলা > অন্য খেলা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আবারও হ্যাটট্রিক করেছেন আমিরুল। ছবি: এএইচএফ

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এর আগে গ্রুপ পর্বেই সাক্ষাৎ হয় বাংলাদেশের। তিন গোলে পিছিয়ে থেকেও সেই ম্যাচ ৩-৩ ব্যবধানে ড্র হয় আমিরুল ইসলামের হ্যাটট্রিকের সুবাদে। স্থান নির্ধারণী ম্যাচেও আজ খেলতে হলো কোরিয়ার বিপক্ষে। এবার ঘুরে দাঁড়ানোর গল্পটা ঠিকই জয় উচ্ছ্বাস নিয়ে শেষ করেছেন আমিরুল। তাঁর হ্যাটট্রিকে কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। জুনিয়র হকি বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল মেহরাব হোসেন সামিনের দল।

মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ১০ মিনিটে লি মিন হিয়কের গোলে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করে তিনি। এরপরই শুরু হয় ঘুরে দাঁড়ানোর গল্প। সেই গল্পটা লেখেন আমিরুল। ড্রাগ অ্যান্ড ফ্লিকে একের পর এক কামানের গোলা ছুড়তে থাকেন তিনি।

২১ মিনিটে পেনাল্টি কর্নার পেতেই আশার আলো দেখতে শুরু করে বাংলাদেশ। আমিরুলও হতাশ করেননি। ২৪ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তর করেন এই ডিফেন্ডার। ম্যাচে আনেন সমতা।

তৃতীয় কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৩৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিকের স্বাদ নেন আমিরুল। জুনিয়র হকি বিশ্বকাপে এটি তাঁর চতুর্থ হ্যাটট্রিক। সবমিলিয়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৫ গোল।

বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর টানা ৫টি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি কোরিয়া। চতুর্থ কোয়ার্টারে ৫২ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান ৪-২ করেন ওবায়দুল জয়। ৫৩ মিনিটে মিন হিয়ক নিজের হ্যাটট্রিক পূরণ করলেও তা কেবল সান্ত্বনাই এনে দিয়েছে কোরিয়ার জন্য। কারণ ৬০ মিনিটে বাংলাদেশের হয়ে পঞ্চম গোলটি করেন রাকিবুল হাসান রকি।

এই জয়ের পর ১৭ নম্বরে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য থেকে কেবল এক ধাপ দূরে বাংলাদেশ। পরশু ১৭তম স্থান নির্ধারণীর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে মেহরাব হোসেন সামিনের দল।

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয়

কোচ ছাড়াই বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ

জার্মানিকেও গুঁড়িয়ে দিল বাংলাদেশ

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টিটিতে ভালো ভবিষ্যৎ চান তাঁরা