হোম > খেলা > মতামত

স্বাগত ২০২৬

ভালো কিছু আশা করি বিশ্বকাপে

নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলের ব্যস্ততার বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপও। ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। নতুন বছরে ক্রীড়াঙ্গনে লাল-সবুজের সম্ভাবনা নিয়ে লিখেছেন মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল

বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে বলে আশা করেন মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত

২০২৬ ও ২০২৭ সাল—দুই বছরে বাংলাদেশ প্রায় ১৮ টেস্ট খেলবে, ৪০টার বেশি ওয়ানডে খেলবে, ২০-২৫ টি-টোয়েন্টি খেলবে। অনেক ক্রিকেট থাকছে নতুন বছরে। এত খেলায় ধারাবাহিক ভালো করতে আমাদের সুস্থ এবং ফিট থাকা খুব জরুরি; বিশেষ করে বোলিং ইউনিটের। ২০২৬ সালে আমাদের দেশে শক্তিশালী প্রতিপক্ষ খেলতে আসবে। আমরাও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাব (২০২৭ সালে)। তো চ্যালেঞ্জিং হবে। সবাই ফিট থাকলে ভালো কিছু আশা করা যেতে পারে।

দেশে-বিদেশে শক্তিশালী দলগুলোর সঙ্গে বেশির ভাগ খেলা। ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হলে ২০২৬ সালের ওয়ানডে সিরিজগুলো খুব গুরুত্বপূর্ণ; বিশেষ করে আমাদের হোম সিরিজগুলো যে খেলব, ভালো করতেই হবে। আর বছরের শুরুর দিকে ভারত ও শ্রীলঙ্কায় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে আমাদের সম্ভাবনা তো আছেই, ভালো কিছুর আশা করি আমরা।

আমি মনে করি, আমাদের টেস্ট দল খুব অভিজ্ঞ। আর টি-টোয়েন্টিতেও আমরা ভালো করছি। ওয়ানডেতে আমাদের একটু নতুন করে জেগে উঠতে হবে।

লেখক: সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট দল

এবার আমরা যেন সাফে চ্যাম্পিয়ন হই

দেশের ক্রিকেটে এটি অনেক বড় ব্যাপার

বাংলাদেশ কি জেতার আগ্রহ হারিয়ে ফেলেছে?

নেদারল্যান্ডসের বিপক্ষে লিটনের পারফরম্যান্স হিসাবে নিচ্ছেন না পাইলট

দেশের ফুটবলের রং আবারও ‘সাদা-কালো’

দেশের অন্যতম সফল পারফরমার মুশফিক

‘সাকিব দেশে বিদায় না নিতে পারলে কষ্ট পাব’

এই জয়ে আমার সেই দুঃখ কমল

বাংলাদেশ ক্রিকেটের পুরো পরিবেশটাই ভয়ংকরভাবে কলুষিত করেছে তারা

বাংলাদেশ দলের কোচিং প্যানেল কি এমন হতে পারে না