হোম > খেলা > ফুটবল

খেলোয়াড় কিনতে ১০,৪৩০ কোটি টাকা খরচ ইপিএলের দলগুলোর

গ্রীষ্মকালীন দলবদলে এবার মঞ্চস্থ হয়েছে একের পর এক নাটক। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারাও দলবদলের বাজারে উত্তাপ ছড়িয়েছেন। তবে খেলোয়াড় কিনতে খরচের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ এবার ছাড়িয়ে গেছে সবাইকে। 

ইপিএলের দলগুলো এবারের দলবদলে খরচ করেছে ১ হাজার ৩৪ মিলিয়ন ইউরো (১০ হাজার ৪৩০ কোটি টাকা)। খরচের পরিমাণ এতটাই যে এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইতালিয়ান লিগ সিরি ‘আ’র দলগুলোর খরচ প্রিমিয়ার লিগের খরচের অর্ধেক। সিরি ‘আ’র দলগুলো এবারের দলবদলে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৭১ মিলিয়ন ইউরো। তালিকার ৩ নম্বরে আছে জার্মানির বুন্দেসলিগা। এবারের দলবদলে খেলোয়াড় কিনতে তাদের খরচ হয়েছে ৪২০ মিলিয়ন ইউরো। তালিকার চারে থাকা লিগ ওয়ানের খরচ ৪০০ মিলিয়ন ইউরো। 

স্প্যানিশ লা লিগা আছে এই তালিকার ৫ নম্বরে। এই মৌসুমে খেলোয়াড় কিনতে তাদের খরচের পরিমাণ প্রিমিয়ার লিগের খরচের তিন ভাগের এক ভাগেরও কম। তারা খরচ করেছে ৩০৩ মিলিয়ন ইউরো। তালিকার পরের নামগুলোর মধ্যে আছে রাশিয়ান লিগ, বেলজিয়ান লিগ, পর্তুগিজ লিগ, তুর্কি লিগ আর ইতালির দ্বিতীয় সারির লিগ সিরি বি। খরচের দিক দিয়ে প্রথম ১০ লিগের সবার শেষে থাকা সিরি বি এবারের মৌসুমে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৪ মিলিয়ন ইউরো। 

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের