গ্রীষ্মকালীন দলবদলে এবার মঞ্চস্থ হয়েছে একের পর এক নাটক। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারাও দলবদলের বাজারে উত্তাপ ছড়িয়েছেন। তবে খেলোয়াড় কিনতে খরচের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ এবার ছাড়িয়ে গেছে সবাইকে।
ইপিএলের দলগুলো এবারের দলবদলে খরচ করেছে ১ হাজার ৩৪ মিলিয়ন ইউরো (১০ হাজার ৪৩০ কোটি টাকা)। খরচের পরিমাণ এতটাই যে এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইতালিয়ান লিগ সিরি ‘আ’র দলগুলোর খরচ প্রিমিয়ার লিগের খরচের অর্ধেক। সিরি ‘আ’র দলগুলো এবারের দলবদলে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৭১ মিলিয়ন ইউরো। তালিকার ৩ নম্বরে আছে জার্মানির বুন্দেসলিগা। এবারের দলবদলে খেলোয়াড় কিনতে তাদের খরচ হয়েছে ৪২০ মিলিয়ন ইউরো। তালিকার চারে থাকা লিগ ওয়ানের খরচ ৪০০ মিলিয়ন ইউরো।