হোম > খেলা > ফুটবল

খেলোয়াড় কিনতে ১০,৪৩০ কোটি টাকা খরচ ইপিএলের দলগুলোর

গ্রীষ্মকালীন দলবদলে এবার মঞ্চস্থ হয়েছে একের পর এক নাটক। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারাও দলবদলের বাজারে উত্তাপ ছড়িয়েছেন। তবে খেলোয়াড় কিনতে খরচের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ এবার ছাড়িয়ে গেছে সবাইকে। 

ইপিএলের দলগুলো এবারের দলবদলে খরচ করেছে ১ হাজার ৩৪ মিলিয়ন ইউরো (১০ হাজার ৪৩০ কোটি টাকা)। খরচের পরিমাণ এতটাই যে এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইতালিয়ান লিগ সিরি ‘আ’র দলগুলোর খরচ প্রিমিয়ার লিগের খরচের অর্ধেক। সিরি ‘আ’র দলগুলো এবারের দলবদলে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৭১ মিলিয়ন ইউরো। তালিকার ৩ নম্বরে আছে জার্মানির বুন্দেসলিগা। এবারের দলবদলে খেলোয়াড় কিনতে তাদের খরচ হয়েছে ৪২০ মিলিয়ন ইউরো। তালিকার চারে থাকা লিগ ওয়ানের খরচ ৪০০ মিলিয়ন ইউরো। 

স্প্যানিশ লা লিগা আছে এই তালিকার ৫ নম্বরে। এই মৌসুমে খেলোয়াড় কিনতে তাদের খরচের পরিমাণ প্রিমিয়ার লিগের খরচের তিন ভাগের এক ভাগেরও কম। তারা খরচ করেছে ৩০৩ মিলিয়ন ইউরো। তালিকার পরের নামগুলোর মধ্যে আছে রাশিয়ান লিগ, বেলজিয়ান লিগ, পর্তুগিজ লিগ, তুর্কি লিগ আর ইতালির দ্বিতীয় সারির লিগ সিরি বি। খরচের দিক দিয়ে প্রথম ১০ লিগের সবার শেষে থাকা সিরি বি এবারের মৌসুমে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৪ মিলিয়ন ইউরো। 

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই