হোম > খেলা > ফুটবল

হামজা-সমিতদের খেলা ভিআইপি গ্যালারিতে দেখার সুযোগ রবির গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হামজা-সমিতদের খেলা ভিআইপি গ্যালারিতে দেখার সুযোগ রবির গ্রাহকেরা। ছবি: বাফুফে

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফুটবলপ্রেমীদের মধ্যে এ ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ অনুভব করছে বাফুফে। টিকিটের বেশ চাহিদা থাকতে পারে বলেও মনে করছে ফুটবল ফেডারেশন। যদিও এখন পর্যন্ত টিকিট বিক্রি শুরু করেনি তারা। তবে ভিআইপি গ্যালারির একটি অংশ টেলিকম প্রতিষ্ঠান রবির কাছে বিক্রি করেছে বাফুফে। সেখানে বসে হামজা চৌধুরী-সমিত সোমদের খেলা দেখতে পারবেন রবির গ্রাহকেরা। সে জন্য মাই রবি অ্যাপে গিয়ে অংশ নিতে হবে ‘সুপার রবিবার’ ক্যাম্পেইনে।

আজ সংবাদ সম্মেলনে রবির চিফ কমার্শিয়াল অফিসার সিহাব আহমাদ বলেন, ‘রবি সুপার রবিবার ক্যাম্পেইন দ্বারা আমরা রবিবারকে গ্রাহকদের জন্য একটি আনন্দময় দিনে পরিণত করার লক্ষ্যে কাজ করছি, এবং এই যাত্রা শুরু হয় আরও ৬ মাস আগে। অত্যন্ত উৎসাহজনক সাড়া পেয়ে আমরা ২৫ মে সুপার রবিবারকে গ্রাহকদের জন্য আরও স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিমও। তিনি বলেন, ‘রবির সুপার রবিবার উদ্যোগে একসঙ্গে কাজ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। এই সহযোগিতার ফলে আমরা ১০ জুনের ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য আরও উৎসাহিত, এবং ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পার্টনারশিপ নিয়ে আমরা আশাবাদী।’

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর