হোম > খেলা > ফুটবল

হালান্ডের মনে হয়েছে তিনি স্বপ্ন দেখছেন 

ম্যানচেস্টার সিটিতে এসে শিরোপা, পুরস্কার পাওয়া দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সে উয়েফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন তিনি। এমন পুরস্কার পাওয়া তাঁর স্বপ্ন ছিল বলে জানিয়েছেন হালান্ড।

এবারই প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন হালান্ড। প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর ম্যানচেস্টার সিটি সতীর্থ বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। তাঁদের হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতলেন হালান্ড।  ৩৫২ পয়েন্ট পেয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ পয়েন্ট মেসির আর ২২৫ পয়েন্ট পেয়েছেন ডি ব্রুইনা, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ক্লাবকে প্রথমবার ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ) জিতিয়েছেন হালান্ড। এ বছর উয়েফা সুপার কাপও জিতেছেন তিনি। আর ইউরোপীয় গোল্ডেন সু, প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কারও জিতেছেন হালান্ড।

উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের পর বেশ উচ্ছ্বসিত হালান্ড। এমন পুরস্কার জেতার স্বপ্ন তাঁর ছোটবেলা থেকেই ছিল। গতকাল সংবাদ সম্মেলনে ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। যখন ছোট ছিলাম, তখন তা আমার স্বপ্ন ছিল। আরও শিরোপা জিততে এটা আমাকে উৎসাহ দেয়। চ্যাম্পিয়নস লিগ জেতার পর আমার ও আমার দলের প্রতি অনেকেরই আশা বেড়েছে। নতুন মৌসুমে ভালো করতে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

ম্যান সিটিতে এসে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৫ গোল করেছেন হালান্ড। ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলে ভেঙে দেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের রেকর্ড। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার