হোম > খেলা > ফুটবল

আনচেলত্তির চোখে বার্সেলোনা ‘অভদ্র’, বার্সা কোচের জবাব

ক্রীড়া ডেস্ক    

হ্যান্সি ফ্লিকের সঙ্গে তর্কে জড়ালেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ছবি: এক্স

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন স্পেনে খেলতেন, সে সময়ের বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচের মতো রোমাঞ্চ এখন তেমন একটা কাজ করে না। তবে এল-ক্লাসিকো বলে কথা। বার্সা-রিয়াল ম্যাচে আলোচিত কিছু না কিছু ঘটবেই।

ম্যাচের ফল যা-ই হোক, বার্সেলোনা-রিয়াল ম্যাচে এখন ভক্ত-সমর্থক বা দুই দলের কোচ মুখোমুখি হয়ে যান প্রায়ই। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে বার্সার চতুর্থ গোল নিয়েই ঘটেছে ঝামেলা। ৮৪ মিনিটে বার্সা ফরোয়ার্ড রাফিনিয়ার গোল উদযাপনের সময় ডাগ আউটের চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন হ্যান্সি ফ্লিকের সহকারীরা। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির ব্যাপারটি মোটেও পছন্দ হয়নি। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘ফ্লিকের সঙ্গে কিছু হয়নি। সহকারী কোচের সঙ্গে ঝামেলা হয়েছে। তিনি তো ভদ্রলোক না। বেঞ্চের সামনে এসে উদযাপন করছিল। ফ্লিককে আমি বলেছি এবং সে তাতে রাজি হয়েছে।’

বার্সার শেষ গোল উদযাপন নিয়ে আনচেলত্তি যে কতটা অসন্তুষ্ট, সেটা ম্যাচ চলার সময়ই স্পষ্ট হয়েছে। টিভি রিপ্লেতে দেখা যায়, ফ্লিকের দিকে আঙুল তুলে আনচেলত্তি কিছু একটা বলছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ব্যাপারে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘আমি এমনিতেও জানি না। কার্লোর সঙ্গে আমার কথা হয়েছে। যখন আপনি গোল হজম করবেন, এটা স্বাভাবিক বিষয়।’

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। ২ মিনিটের ব্যবধানে গোল দুটি তিনি করেছেন ৫৪ ও ৫৬ মিনিটে। ৭৭ মিনিটে দলের তৃতীয় গোল করেন লামিনে ইয়ামাল। রাফিনিয়ার পা থেকে আসে দলের চতুর্থ গোল। যা নিয়ে ঘটেছে এত তুলকালাম কাণ্ড। বার্সার কাছে ৪ গোল হজম করার ব্যাপারে আনচেলত্তি উল্লেখ করেছেন ২০২১-২২ মৌসুমের কথা, ‘ঘরে বার্সার কাছে সবশেষ ৪-০ গোলে যে মৌসুমে হেরেছি, সেবার আমরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছি। লড়াই আমরা থামাব না।’

২০২৪-২৫ মৌসুমে লা লিগায় পয়েন্ট তালিকায় সবার ওপরে বার্সেলোনা। ১১ ম্যাচে ১০ জয় ও ১ পরাজয়ে ৩০ পয়েন্ট এখন বার্সার। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের পয়েন্ট ২৪। ভিয়ারিয়াল ২১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিন দলই ১১টি করে ম্যাচ খেলেছে লা লিগায়।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন