হোম > খেলা > ফুটবল

ঘটা করে পরিবারের সঙ্গে ৩৯তম জন্মদিন উদ্‌যাপন রোনালদোর

৫ ফেব্রুয়ারি, ২০২৪ দিনটিতে ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯ বছর পূর্ণ করেছেন। দিনটিতে কোটি কোটি ভক্ত-সমর্থকের শুভেচ্ছা পেয়েছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড সেদিন তাঁর ৩৯তম জন্মদিন উদ্‌যাপন করেছেন সতীর্থদের সঙ্গে। 

৩৯তম জন্মদিনের পরদিন (গতকাল) রোনালদো দিনটি উদ্‌যাপন করেছেন পরিবারের সঙ্গে। টেবিলের ওপর সাজানো ছিল জন্মদিনের কেক তিনটি। ৩৯ সংখ্যার ৩ ও ৯ অঙ্ক দুটি বসানো ছিল দুই কেকে। দুটো অঙ্কই ছিল হলুদ রঙের। দুটির ওপরেই ছিল মোমবাতি। জন্মদিনের কেক তিনটির সামনে দাঁড়িয়ে সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘সবচেয়ে সেরা উপায়ে ৩৯তম জন্মদিন উদ্‌যাপন। পরিবারের সঙ্গে উদ্‌যাপন করলাম এবং মাঠে ফিরলাম। উষ্ণ বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।’ পোস্ট শেষে জন্মদিনের কেক, ভালোবাসা ও কৃতজ্ঞতার ইমোজি দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। 

রোনালদোর জন্মদিনে আল নাসর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে অভিনব উপায়ে। নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৫৪ সেকেন্ডের ভিডিও আপলোড করেছে আল নাসর। সেখানে রোনালদোর চিরপরিচিত ‘সিউ’ উদ্‌যাপনের ৩৯টি ভিডিও ছিল। সব কটিতেই রোনালদো ছিলেন আল নাসরের জার্সি পরা। 

আল নাসরের হয়ে গত বছর পথচলা শুরু হয় রোনালদোর। শুরুতে সময়টা ভালো না গেলেও এখন তাঁর সময়টা ভালোই যাচ্ছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ গত বছর জিতেছেন আল নাসরের হয়ে। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে করেন ৩৮ গোল ও অ্যাসিস্ট করেন ১৩ গোলে। ২০ গোল করে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। আল নাসর, পর্তুগাল—সব মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই তারকা ফরোয়ার্ড।

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ