হোম > খেলা > ফুটবল

এমবাপ্পের চোখে মেসিই সেরা 

ফরাসি বাধা টপকে গতকাল প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি জিতেছেন লিওনেল মেসি। ২০২২ এর বর্ষসেরা খেলোয়াড় মেসিকেই সেরা মানছেন কিলিয়ান এমবাপ্পে।

এবারের ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ে মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়ে ট্রফি জিতেছেন মেসি। এমবাপ্পে ও বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। দ্বিতীয় হলেও মেসিকে কৃতিত্ব দিতে ভুল করেননি এমবাপ্পে। নিজের ইনস্টাগ্রামে ফরাসি এই ফুটবলার লিখেছেন, ‘আরও একটি ট্রফি। লিও মেসিকে অনেক অনেক অভিনন্দন। আপনিই সেরা।’ 

প্যারিসে গতকাল ‘ফিফা দ্য বেস্টের’ রাতটিই ছিল ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার। মেসি তো বর্ষসেরা ফুটবলার হয়েছেন। সেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। সেরা গোলরক্ষক হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর সেরা ভক্ত নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার থেকে।

কাতার বিশ্বকাপে মেসি ও এমবাপ্পে দুজনেই ছিলেন দারুণ ছন্দে। মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ফাইনালে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার জিতেছিলেন তিনি। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জেতার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর এমবাপ্পে ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। দুটো গোলে অ্যাসিস্টও করেছিলেন। 

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ