হোম > খেলা > ফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বুসকেটস

বিশ্বকাপ থেকে স্পেনের ছিটকে যাওয়ার পরেই গুঞ্জন উঠেছিল অবসর নিতে পারেন সার্জিও বুসকেটস। আজ সেই গুঞ্জন সত্যি হলো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। 

সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বুসকেটস। কাতার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক লিখেছেন, ‘আমি ঘোষণা করতে চাই যে প্রায় ১৫ বছর এবং ১৪৩ ম্যাচ পরে, সময় এসেছে জাতীয় দলকে বিদায় জানানোর।’

নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েছেন বলে জানিয়েছেন বুসকেটস। তিনি লিখেছেন, ‘সতীর্থ ও দলের সাফল্যের জন্য সব সময় সংগ্রাম করেছি। এর জন্য গর্বের সঙ্গে আমার সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েছি।’ 

দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বুসকেটস। ২০১০ বিশ্বকাপজয়ী সদস্য লিখেছেন, ‘এই দীর্ঘ পথে যাঁরা আমার সঙ্গে ছিলেন, আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ভিসেন্তে দেল বক্স, যিনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন। শেষ সেকেন্ড পর্যন্ত আমাকে উপভোগ করার সুযোগ দিয়েছেন লুইস এনরিকে। জুলেন লোপেতেগুই, ফার্নান্দো হিয়েরো, রবার্ট মোরেনো এবং তাদের সমস্ত কর্মীকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’ 

 ২০০৯ সালে স্পেনের হয়ে অভিষেক হয় বুসকেটসের। দেশের হয়ে ১৪৩ ম্যাচে ৩ গোল করেছেন বার্সেলোনা অধিনায়ক। এ সময় ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জিতেছেন তিনি।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই