হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেকে আমরা ভুলে গেছি

কিলিয়ান এমবাপ্পেকে পেতে আদাজল খেয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে নিজেও বেশ কয়েকবার জানিয়েছিলেন, রিয়ালে খেলার স্বপ্ন দেখেন তিনি। তবে ফরাসি ফরোয়ার্ড নিজেই ১৮০ ডিগ্রি বেঁকে বসেছেন। রিয়ালের প্রস্তাবে রাজি না হয়ে পিএজসিতেই থেকে গেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। 

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, এমবাপ্পে বেঁকে বসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে রিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, এমবাপ্পেকে নিয়ে আর কোনো হাহুতাশ নেই তাঁর। তরুণ স্ট্রাইকারকে ভুলে গেছে রিয়াল। 

ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে গত রাতে এমবাপ্পের শহর প্যারিস থেকেই শিরোপা জিতে ফিরেছে রিয়াল। আনন্দে আত্মহারা পেরেজ এরপর মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এই সাফল্যের পর রিয়ালের সবাই ওকে (এমবাপ্পেকে) ভুলে গেছে। ওর ব্যাপারটা এখন অতীত। বর্তমান হলো দুর্দান্ত মৌসুম কাটানোর পর আমরা এখন পার্টি করতে ব্যস্ত।’ 

এমবাপ্পেকে ছাড়াই রিয়ালের আক্রমণভাগ আরও ভালো করবে বলে আশাবাদী পেরেজ, ‘ও না এলেও আমি শান্ত আছি ও খুশি হয়েছি। মৌসুমজুড়ে অনেক পরিশ্রম করায় এই অবস্থানে আসতে পেরেছি। রিয়াল মাদ্রিদ সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে আনার চেষ্টা চালিয়ে যাবে। বর্তমান আক্রমণভাগও আরও ভালো করার চেষ্টা করবে।’

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান