হোম > খেলা > ফুটবল

চোটে পড়ে রিয়াল ম্যাচ নিয়ে শঙ্কায় এমবাপ্পে

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নকআউট পর্বের দ্বিতীয় লেগের ম্যাচের আগে চোটে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপ্পে। এতে আগামীকাল রাতে তাঁর মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রথম লেগে পিএসজির জয়সূচক একমাত্র গোলটি আসে এমবাপ্পের পা থেকে। 

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে এমবাপ্পের আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অনুশীলনের সময় ডান পায়ে আঘাত পেয়েছেন এমবাপ্পে।’ 

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে চোটের অবস্থা বুঝতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এমবাপ্পে খেলতে পারবেন কি না, জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। তবে তাঁর ডান পায়ে সম্ভাব্য চিড় ধরার বিষয়টি অস্বীকার করেছে পিএসজি। 

মাদ্রিদে আগামীকাল শেষ পর্যন্ত খেলতে পারলে সেটি এমবাপ্পের জন্যও হতে পারে বিশেষ কিছু। প্রথম লেগে রিয়ালকে হারানোর নায়ক হয়তো পরের মৌসুম থেকে রিয়ালের জার্সিতেই খেলবেন। তাই ভবিষ্যৎ ঠিকানায় নিজেকে আরেক দফা পরখ করে নেওয়ার সুযোগ ছিল এই ফরাসি তারকার। 

এ ম্যাচ দিয়ে মাদ্রিদে ফেরার কথা ছিল রিয়ালের ঘরের ছেলে সার্জিও রামোসেরও। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় পুরোনো ঘরে দর্শক হয়ে থাকতে হবে তাঁকেও। 

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’