হোম > খেলা > ফুটবল

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন সাবিনারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতে গিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার প্রস্তাব থাকলেও তাতে না করে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফজয়ী নারী দলটাকে আশিয়ান অঞ্চলের কোনো শক্তিশালী দলের সঙ্গে খেলানোর পরিকল্পনা ছিল বাফুফে নারী ফুটবল উইংয়ের। শেষ পর্যন্ত ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষকে পাচ্ছে বাংলাদেশ।

বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৪ নম্বর অবস্থানে আছে সিঙ্গাপুরের মেয়েরা। বাংলাদেশের অবস্থান ১৪০। ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন খেলবে আরেকটি অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাবেন সাবিনা খাতুনরা। প্রথম ম্যাচের মূল একাদশে জায়গা না পাওয়া ফুটবলাররাই খেলবেন পরের অনানুষ্ঠানিক ম্যাচে।

আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ফিফা উইন্ডোতে সিঙ্গাপুর চেয়েছিল ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে। সেখানে বাংলাদেশে ও সিঙ্গাপুর ছাড়া বাকি একটি দেশকে রাজি করাতে পারেনি। তাই সেটা হচ্ছে না। এখন সিঙ্গাপুরের সঙ্গে যেটা খেলব সেটা হচ্ছে ফিফা টায়ার-১ ম্যাচ। আজ সকালে ওদেরকে জানিয়েছিলাম, দুটি ম্যাচ খেলব। কিন্তু ওরা রাজি হয়নি। একটি ম্যাচই খেলতে চায় ওরা। তবে আরেকটা ম্যাচ খেলব তবে সেটা ফিফা ম্যাচ হবে না। প্রস্তুতি ম্যাচ সেটা।’

ভারতে কেন ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলা হচ্ছে না সেই বিষয়ে মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘আমরা আগেই বলেছি, এই বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে খেলব না। আরও ভালো দলের সঙ্গে খেলব। দক্ষিণ এশিয়ায় আমাদের একটা অবস্থান আছে, সেটা ধরে রাখতে চাই।’

মার্চেও আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে কম্বোডিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার কথা জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। এপ্রিলে প্যারিস অলিম্পিকের বাছাইপর্ব খেলবে জাতীয় নারী ফুটবল দল। 

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন