হোম > খেলা > ফুটবল

বার্সার নতুন চুক্তিতে সপ্তাহেই ইয়ামাল পাচ্ছেন ৫ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক    

বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন লামিনে ইয়ামাল। ছবি: এএফপি

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি লামিনে ইয়ামাল অবশেষে করেই ফেলেছেন। ৬ বছর এই চুক্তিতে মোটা অঙ্কের টাকা পাচ্ছেন তিনি। যেখানে প্রত্যেক সপ্তাহেই পাচ্ছেন ৫ কোটি টাকার বেশি।

নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল রাতে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে বার্সেলোনা। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘বার্সেলোনা, লামিনে ইয়ামাল নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সমঝোতায় পৌঁছেছে। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি। ক্লাবের অফিসে গতকাল তিনি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা, সহসভাপতি রাফা ইউস্তে এবং ক্রীড়া পরিচালক অ্যান্ডারসন লুইস ডি সুজা ডেকোসহ আরও অনেকে ইয়ামালের নতুন চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।’

নতুন চুক্তিতে ইয়ামাল কত টাকা পাচ্ছেন, সে ব্যাপারে স্প্যানিশ সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। প্রত্যেক মৌসুমে তিনি ১ কোটি ২৫ লাখ পাউন্ড পাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৬ কোটি ৪৫ লাখ টাকা। বোনাসসহ সেটা হবে ২৮০ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহের হিসেব করলে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড পাবেন তিনি। যা ৫ কোটি ৩৬ লাখ টাকা।

The future is now. pic.twitter.com/VP2WQmbNHN

— FC Barcelona (@FCBarcelona) May 27, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

২০২৩ সালে বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পান ইয়ামাল। তখন থেকেই জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন তিনি। ক্লাবটি বলেছে, ‘লামিনে ইয়ামালের চুক্তি বাড়ানোর মাধ্যমে বার্সার বর্তমান প্রজেক্ট আরও এক ধাপ সামনে এগিয়ে গেল। ২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সার হয়ে তার অভিষেক হয়েছিল। তখন তার বয়স ছিল ১৫ বছর। বার্সেলোনার কাছে মাতারো এলাকা থেকে উঠে আসা একটি ছেলে পারফরম্যান্স দিয়ে বিশ্বমঞ্চে উঠে এসেছে। সেটা বার্সেলোনার ইতিহাসের অংশ হয়ে গিয়েছে।’ বার্সার সঙ্গে আগের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত।

বার্সেলোনার জার্সিতে দুই বছরে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে ১০৬ ম্যাচ খেলেছেন ইয়ামাল। ২৫ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৩৪ গোলে। বার্সার হয়ে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। যেখানে সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন। আর স্পেনের জার্সিতে গত বছর ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছেন এই ফুটবলার।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক