ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন বেনজামিন মেন্ডি। অভিযুক্ত মেন্ডি এখন কারাগারে আছেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ২৭ বছর বয়সি ম্যানচেস্টার সিটি ফুটবলারকে ক্লাব থেকেও বহিষ্কার করা হয়েছে।
মেন্ডির বিরুদ্ধে চারটি ধর্ষণ মামলা ও একটি জোরপূর্বক শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগের কথা জানিয়েছে ইংল্যান্ড পুলিশ ফোর্সেস চ্যাশায়ার কনস্টাবুলারি। এই মুহূর্তে কারাগারে থাকা এই ম্যানসিটি ডিফেন্ডারকে আজ ইংল্যান্ডের চেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে।
পাঁচটি অভিযোগের তিনটিতে অভিযোগকারীর বয়স ১৬ বছরের ঊর্ধ্বে। ঘটনাগুলো ২০২০ সালের অক্টোবর থেকে এ বছরের আগস্টের মধ্যে ঘটেছে বলে নিশ্চিত করেছে চ্যাশায়ার পুলিশ বিভাগ।
মেন্ডি ২০১৭ সালে মোনাকো থেকে ৫২ মিলিয়ন ইউরোতে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন। ইংলিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৫০টি ম্যাচ খেলেছেন এই ফরাসি ডিফেন্ডার। ফ্রান্সের হয়ে খেলেছেন ১০ ম্যাচ।
এ ঘটনা নিয়ে এক বিবৃতিতে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত মেন্ডিকে ক্লাব থেকে বহিষ্কারের কথা জানিয়েছে ম্যানসিটি কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা আরও লিখেছে, যেহেতু এ ঘটনা চলমান, এ ব্যাপারে আপাতত আর কোনো মন্তব্য করতে রাজি নয় তারা।