হোম > খেলা > ফুটবল

‘ব্রাজিলের সাম্বা নাচ অসম্মানজনক’

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। নেইমার মাঠে ফেরায় ম্যাচে উজ্জীবিত ফুটবল খেলেছেন সেলেসাওরা। এশিয়ান টাইগারদের ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। তবে এই ম্যাচে দেখা গেছে, সাম্বা নাচ দিয়ে প্রতিটি গোল উদ্‌যাপন করেছেন ব্রাজিলের কোচ তিতেসহ দলের সব খেলোয়াড়।

সাম্বা নাচ ব্রাজিলের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। তবু খেলার মাঠে এই নাচকে প্রতিপক্ষের জন্য ‘অসম্মানজনক’ মনে করছেন সাবেক আয়ারল্যান্ড ফুটবলার রয় কিন। তিনি বলেছেন, ‘আমি এতটা নাচ দেখিনি...। আমি জানি এটা তাদের সংস্কৃতির সঙ্গে জড়িত, কিন্তু এটা অসম্মানজনক।’

যুক্তরাজ্যের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এতটা নাচ আমি কখনো দেখিনি। এটা “স্ট্রিক্টলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠান) দেখার মতো। আমি জানি এতে সংস্কৃতির একটা চিহ্ন আছে, কিন্তু এটা প্রতিপক্ষের জন্য সত্যিই অসম্মানজনক।’

কিন মনে করেন, প্রথম গোলের পর একবার উদ্‌যাপন হলে মানা যেত। কিন্তু প্রতিটি গোলের পর নাচ, আবার খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হয়েছেন কোচ তিতে। এতে অখুশির কথাই জানালেন আইরিশ ফুটবলার, ‘চারটি গোল হয়েছে এবং তাঁরা প্রতিটি গোলের পর নাচল। প্রথম গোলের পর নাচ বা তারা যাই করুক না কেন, ভালো। তারপর কোচ জড়িত হয়ে যায়। আমি এতে খুশি নই। আমি মনে করি না এটি একটি ভালো জিনিস। এটি সম্মানের অভাব।’ 

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক