হোম > খেলা > ফুটবল

হালান্ডকে টপকে সবচেয়ে দামি বেলিংহামের দাম ৩২০০ কোটি টাকা

আর্লিং হালান্ড, জুড বেলিংহাম—দুই তারকা ফুটবলার ক্লাব ফুটবলে এক সময় ছিলেন সতীর্থ। দুজনেই খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে। এক সময়ের সতীর্থ এখন খেলছেন দুই ভিন্ন ক্লাবের হয়ে। তাঁদের মধ্যে প্রতিযোগিতাও বেশ জমে উঠেছে। 

২০২২-২৩ মৌসুমে ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়েছেন হালান্ড। সিটিতে এসেই ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো ট্রেবল জিতেছেন গত বছর। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্পোর্টস ফর সেন্টার স্টাডিজের (সিআইইএস) প্রকাশিত তালিকা অনুযায়ী গত বছরের জুনে সবচেয়ে দামি ফুটবলার ছিলেন হালান্ড। দামি ফুটবলারের তালিকায় বেলিংহাম তখন ছিলেন চার নম্বরে। ইংল্যান্ডের মিডফিল্ডার গত বছরই ডর্টমুন্ড ছেড়ে চলে আসেন রিয়াল মাদ্রিদে। ৬ মাসের ব্যবধানে হালান্ডকে টপকে সবচেয়ে দামি ফুটবলার হয়ে গেলেন বেলিংহাম। 

কদিন আগে সিআইইএস ফুটবলারদের দাম নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সবার ওপরে থাকা বেলিংহামের দাম ২৬ কোটি ৭৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৩২০৩ কোটি ৮২ লাখ টাকা। রিয়ালের জার্সিতে এরই মধ্যে তিনি ২২ ম্যাচে করেছেন ১৭ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। ৬ মাসের ব্যবধানে হালান্ড এক থেকে দুই নম্বরে নেমে গেছেন হালান্ড। ম্যান সিটির তারকা ফুটবলারের দাম এখন ২৫ কোটি ১২ লাখ ইউরো (৩০০৮ কোটি ৬০ লাখ টাকা)। 

দামি ফুটবলারের তালিকায় তিন ও চারে থাকা দুজনেই ব্রাজিলের। দুজনে বর্তমানে রিয়াল মাদ্রিদেও সতীর্থ। ভিনিসিয়ুস জুনিয়রের দাম  ২৫ কোটি ৩ লাখ ইউরো (২৯৯৭ কোটি ৮২ লাখ টাকা)। চারে থাকা রদ্রিগোর দাম ২৪৭.৫ মিলিয়ন ইউরো (২৯৬৯ কোটি ৮ লাখ টাকা)। চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে রদ্রিগো ২৬ ম্যাচে করেন ১১ গোল এবং ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ক্লাব ফুটবলে ভিনি কম খেলেছেন সতীর্থ রদ্রিগোর চেয়ে। ১৪ ম্যাচে ভিনি করেন ৬ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। পাঁচে আছেন ইংল্যান্ডের আরেক ফুটবলার বুকায়ো সাকা। তাঁর দাম ২২ কোটি ৩০ লাখ ইউরো (২৬৭০ কোটি ৮৫ লাখ টাকা)। বর্তমানে খেলছেন আর্সেনালের হয়ে।

সিআইইএসের তালিকা অনুযায়ী সর্বোচ্চ দামি পাঁচ ফুটবলার (টাকা): 
জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ) : ৩২০৩ কোটি ৮২ লাখ 
আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি) : ৩০০৮ কোটি ৬০ লাখ 
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ) : ২৯৯৭ কোটি ৮২ লাখ 
রদ্রিগো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ) : ২৯৬৯ কোটি ৮ লাখ 
বুকায়ো সাকা (ইংল্যান্ড, আর্সেনাল) : ২৬৭০ কোটি ৮৫ লাখ

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের