হোম > খেলা > ফুটবল

প্রস্তুতি ম্যাচে তবে হামজা, জুনে অনিশ্চিত সমিত সোম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হামজা চৌধুরী ও সমিত সোম। ছবি: সংগৃহীত

‘জুন বড় দুটি ম্যাচে আবার দেখা হবে’—মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা ছাড়ার আগে এমনটাই বলে যান হামজা চৌধুরী। জুনে যদিও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এর আগে ৫ জুন জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচও আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রস্তুতি ম্যাচ নিয়ে শুরুতে অনিশ্চয়তা থাকলেও বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানালেন, হামজার খেলার সম্ভাবনা আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা নিশ্চিত করতে পারেনি হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। লিগের খেলা শেষে প্লে-অফ খেলতে হবে তাদের। সেই প্লে-অফের ফাইনাল ২৪ মে।

ফাহাদ করিম বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হামজার খেলার সম্ভাবনা আছে। তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন হেড কোচ। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্ত হবে। ফাহাদ করিম বলেন, ‘সুদান অনেকটা এগিয়ে আছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া আরও কিছু দেশের সঙ্গে কথা হচ্ছে। প্রতিবেশী দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে। এই ব্যাপারে আরও সপ্তাহখানেক লাগবে। তারপর ইনশা আল্লাহ সিদ্ধান্ত নেব।’

হামজার পাশাপাশি আলোচনায় আছেন আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তবে এখনো পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে পারেননি। তাই জুনে তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফাহাদ করিম বলেন, ‘সমিতের জন্য আমরা অপেক্ষা করছি। তিনি ১ বা দুই মে টরোন্টো কনসুলেটে যেতে পারবেন। তিনি যাওয়ার এক-দুই দিনের মধ্যেই সবকিছু সম্পন্ন হয়ে যাবে। কনসুলেট থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কনসুলেট থেকে আমাদের অনলাইন ফর্মও পাঠানো হয়েছে। আমাদের দপ্তর সেটা জমা দিয়ে দেবে যেকোনো সময়। তবে সেটা তিনি সেখানে যাওয়ার পর। আমাদের প্রাথমিক কাজ করা শেষ।’

১০ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে। তবে কোন প্লাটফর্মে টিকিট পাবেন দর্শকেরা সেটা এখনো ঠিক হয়নি বলে জানান ফাহাদ করিম, ‘দর্শকদের সুবিধার জন্য কী কী করা যেতে পারে সে ব্যাপারে কম্পিটিশন কমিটির সঙ্গে আমরা মার্কেটিং কমিটি আলোচনা করেছি। খুব শিগগিরই আমরা লেটার অফ ইন্টারেস্ট (এলওআই) দেব। বাংলাদেশের প্রতিষ্ঠিত অনলাইন প্লাটফর্ম যারা আছে, তারা যেন তাদের প্রেজেন্টশনটা দেয়। কোন প্লাটফর্মে আমরা টিকিট বিক্রি করব, সেটা আগামী ১০ দিনের ভেতর ঠিক করব।’

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী