হোম > খেলা > ফুটবল

ইংল্যান্ডের ক্লাবের হল অব ফেমে লিভারপুল তারকা জোতা

ক্রীড়া ডেস্ক    

উলভারহ্যাম্পটন ক্লাবের হল অব ফেমে দিয়োগো জোতা। ছবি: এক্স

দিয়োগো জোতার মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও তিনি যে অমর হয়ে আছেন সকলের মনে। টেনিস কোর্ট, ক্রিকেট স্টেডিয়াম—সব খানেই তাঁকে স্মরণ করছেন খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। এবার ইংল্যান্ডের একটি ফুটবল ক্লাবের হল অব ফেমে নাম উঠে গেল জোতার।

Diogo Jota has been inducted into the Wolves Hall of Fame 💛

It's a tribute that honours both his remarkable achievements for the club and the deep impact his passing has had on the footballing world.

— Wolves (@Wolves) July 17, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

জোতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে উলভারহ্যাম্পটন ক্লাবের হল অব ফেমে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে উলভস গত রাতে তাঁর (জোতা) একটি ছবি পোস্ট করেছে। সদ্য প্রয়াত তারকা ফুটবলার পরনে দেখা গেছে উলভসের জার্সি। ক্লাবটি লিখেছে, ‘দিয়োগো জোতা উলভস হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। ক্লাবের জন্য তাঁর অসাধারণ অর্জন ও ফুটবল জগতে যে ছাপ তিনি রেখেছেন, সবকিছুর প্রতি সম্মান জানাতেই এমন কিছু (হল অব ফেমে নাম) করা হয়েছে।’

পর্তুগালের দুই ক্লাব প্যাকোস ডি ফেরেইরা, পোর্তো ও ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল, উলভস—সব মিলিয়ে চারটি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন জোতা। ক্লাব ক্যারিয়ারে ৩৯৮ ম্যাচে ১৩৬ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৬ গোলে। যেখানে উলভসের হয়ে খেলেছেন ১৩১ ম্যাচ। ৪৪ গোলের পাশাপাশি তাঁর অ্যাসিস্ট ১৯ গোলে। ক্লাবটির হয়ে ২০১৭-১৮ মৌসুমে জিতেছেন ইএফএল চ্যাম্পিয়নশিপস।

ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, গোল করা—দুটিই করেছেন লিভারপুলের হয়ে। অলরেডদের জার্সিতে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জোতা। অ্যাসিস্ট করেছেন ২৬ গোলে। অলরেডদের জার্সিতে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন ২০২৪-২৫ মৌসুমে।

সড়ক দুর্ঘটনায় গত ৩ জুলাই না ফেরার দেশে চলে গেছেন দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে। জোতার মৃত্যুর খবর তখন দিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তিনি ও তাঁর ভাই যে গাড়িতে ছিলেন, স্পেনের জামোরা প্রদেশ এলাকায় সেই গাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে আগুন ধরে গিয়েছিল। মৃত্যুর দুই সপ্তাহ আগে জোতা তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুত কার্দোসোকে বিয়ে করেছিলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি তখন পোস্ট করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড। এখন সেগুলো শুধুই স্মৃতি।

২৮ বছর বয়সী জোতার মৃত্যুতে জামাল ভূঁইয়া, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ তারকা ফুটবলাররা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। এমনকি মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট চলার সময়ও জোতাকে স্মরণ করেছিলেন। আর জোতা নিজের ক্যারিয়ারের সবশেষ গোল করেছিলেন এ বছরের এপ্রিলে লিভারপুলের জার্সিতে অ্যানফিল্ডে। এভারটনের বিপক্ষে তাঁর গোলে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ২০১৮-১৯, ২০২৪-২৫—এই দুইবার নেশনস লিগ জয়ের কীর্তি রয়েছে তাঁর। পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে ১৪ গোলের সঙ্গে ১২ গোলে অ্যাসিস্ট করেছেন।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক