হোম > খেলা > ফুটবল

ব্রাজিল ফুটবলের দায়িত্ব নিতে প্রস্তুত রোনালদো

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান রোনালদো নাজারিও। ছবি: এএফপি

২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই অবস্থা দেখে হতাশ দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো দি নাজারিও। বিশ্বকাপ জয়ী সাবেক এই স্ট্রাইকারের মতে, ব্রাজিল দলে একটা বড় পরিবর্তনের দরকার। আর সেটা করতে নিতে চান তিনি নিজেই, হতে চান ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি।

সম্প্রতি নিজের ‘ফেনোমেনোস ফাউন্ডেশন’—এর এক অনুষ্ঠানে রোনালদো বলেছেন, ‘ব্রাজিলের ফুটবলে উল্লেখযোগ্য পরিবর্তন দরকার। এর মানে সবকিছু পরিবর্তন করতে হবে তা নয়। গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। এতে পরিবর্তন আসেনি।’

রোনালদো জানিয়েছেন, সঠিক সময়ে অপেক্ষায় আছেন তিনি। ফুটবলের সেরা নম্বর নাইন বলেন, ‘আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি, আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। আমি (সভাপতি পদে) প্রার্থী নই, এর মধ্যে কোনো নির্বাচন নেই। তবে এটা আমার অপরিবর্তিত ইচ্ছে।’

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চে হওয়ার কথা। রোনালদোর কথায় ধারণা করা যায়, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রোনালদোও যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে প্রতিপক্ষকে। বর্তমান সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বর্তমান সভাপতি রদ্রিগেজকে নিয়ে। নিজেদের সবশেষ ম্যাচেও ভেনেজুয়েলার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে ব্রাজিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, সভাপতি হলে প্রথমে ব্রাজিলের কোচ পরিবর্তন করবেন রোনালদো। পেপ গার্দিওলাকে কোচ হিসেবে পাওয়ার জন্য জোর চেষ্টা করবেন তিনি। ম্যানসিটির সঙ্গে গার্দিওলার চুক্তি ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী