হোম > খেলা > ফুটবল

সাবেক বান্ধবীর লাঞ্ছনার অভিযোগ থেকে মুক্তি পেলেন গিগস

সাবেক বান্ধবীর লাঞ্ছনার অভিযোগ থেকে মুক্তি পেলেন রায়ান গিগস। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রত্যাহার করে নিয়েছেন ম্যানচেস্টার ক্রাউন কোর্টের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। 

এতে করে আগামী ৩১ জুলাই গিগসকে পুনরায় বিচারের মুখোমুখি হতে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে যেতে হচ্ছে না। তাঁর বিরুদ্ধে ওঠা তিনটি অভিযোগই সত্য নয় এবং তিনি দোষী নন বলে রায় দিয়েছেন বিচারক হিলারি ম্যানলি। গত বছরের আগস্টে তাঁর চার সপ্তাহের বিচারের কপিগুলো পর্যালোচনা করে এই রায়ে পৌঁছেছেন জুরিরা। ১১ সদস্যের জুরিতে ৭ জন নারী ও ৪ জন পুরুষ ছিলেন। 

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে গিগসের ব্যারিস্টার ক্রিস ড কেসি বলেছেন, ‘গিগস গভীরভাবে স্বস্তি পেয়েছেন। প্রায় তিন বছর লড়াই করার পরে মামলাটি শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এবং তিনি মুক্তি  পেয়েছেন। তিনি একজন নির্দোষ মানুষ হিসেবে তার জীবন এবং ক্যারিয়ার পুনর্গঠন করতে চান।’ 

২০২০ সালের ১ নভেম্বর সাবেক বান্ধবী কেট গ্রেভিলে ও কেটের বোন এমা গ্রেভিলকে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল গিগসের বিরুদ্ধে। সে সময় তাঁকে গ্রেপ্তারও করেছিল ম্যানচেস্টারের পুলিশ। পরে ঘটনাটি আদালত পর্যন্ত গড়ালে আগাম জামিন নেন ৪৮ বছর বয়সী মিডফিল্ডার। গত বছরের ৮ আগস্ট প্রথম শুনানিতে মুখোমুখি হয়েছিলেন ওয়েলস তারকা।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন