হোম > খেলা > ফুটবল

লাল কার্ড পাওয়া জাভি এবার দুই ম্যাচ নিষিদ্ধ

ম্যাচ তো নয়, রোববার বার্সেলোনা-হেতাফে ম্যাচে কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল’ কুরুক্ষেত্র’। একের পর এক ফাউল, রেফারির কার্ড দেওয়া-এসবই দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরপর। সেই ম্যাচে বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও ফরোয়ার্ড রাফিনহা দুজনে দেখেছেন লাল কার্ড। এবার তাঁরা পেয়েছেন আরও বড় শাস্তি।

জাভি, রাফিনহা দুজনেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। স্প্যানিশ ফুটবল লিগ অ্যাসোসিয়েশন গতকাল তাঁদের নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। ২০ ও ২৭ আগস্ট বার্সেলোনার দুটি লা লিগার ম্যাচে তাঁদের কেউই থাকতে পারবেন না। ২০ আগস্ট ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ কাদিজ আর ২৭ আগস্ট এল মাদ্রিগালে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

বার্সেলোনার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করেছিলেন জাভি। এরপরই রেফারি সিজার সোতো তাঁকে (জাভি) লাল কার্ড দেখান। রেফারি সিজার এক প্রতিবেদনে জানিয়েছেন, তিনি সেই ম্যাচে জাভিকে সতর্ক করেছিলেন। আর হেতাফের গাস্তন আলভারেজকে কনুই দিয়ে গুঁতো দেওয়ায় লাল কার্ড দেখেছিলেন রাফিনহা।

বার্সেলোনা-হেতাফে ম্যাচে সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে। যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি। ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়