হোম > খেলা > ফুটবল

মেসি-সুয়ারেজের নতুন চমক

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের গভীরতা বার্সেলোনা থাকাকালীনই স্পষ্ট ছিল। সুয়ারেজ গোলখরায়, মেসি পেনাল্টি এগিয়ে দিয়েছেন বন্ধুকে। কাতালান ক্লাবটি থেকে উরুগুয়ান স্ট্রাইকারের বিদায়ও মেনে নিতে কষ্ট হয়েছিল মেসির। পরবর্তীতে আবারও তাঁরা এক হয়ে লড়ছেন ইন্টার মায়ামির হয়ে।

এবার মেসি-সুয়ারেজের পথচলা পৌঁছেছে নতুন এক অধ্যায়ে। তাঁরা একসঙ্গে গড়ে তুলেছেন একটি পেশাদার ফুটবল ক্লাব—দেপোর্তিভো এলএসএম। উরুগুয়ের পেশাদার লিগে অংশ নেবে ক্লাবটি। এর আগে ক্লাবটির নাম ছিল দেপোর্তিভো এলএস। ২০১৮ সালে সুয়ারেজ প্রতিষ্ঠা করেছিলেন উরুগুয়ের সিউদাদ দে লা কস্তা শহরে।

গতকাল সুয়ারেজ নতুন করে ঘোষণা দেন, ক্লাবটির নাম পরিবর্তন করে ‘এলএসএম রাখা হয়েছে। ক্লাবের নামে ‘এম’ বর্ণ যুক্ত করা হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির প্রতি সম্মানে। আনুষ্ঠানিকভাবে ক্লাবের অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন তিনি এই প্রকল্পে। এই ক্লাব উরুগুয়ের চতুর্থ বিভাগীয় পেশাদার লিগে অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী ধাপে পা রাখতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের স্বপ্ন, যা শুরু হয়েছিল ২০১৮ সালে। এখন আমাদের ৩ হাজারের বেশি সদস্য ও উন্নত অবকাঠামো রয়েছে। সেই কারণে ক্লাবটিকে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) কাঠামোতে আনছি, যুব ও পেশাদার দুই স্তরেই।’

মেসির প্রসঙ্গ টেনে সুয়ারেজ বলেন, ‘এই প্রকল্প ফুটবলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার সেরা জায়গা। তাই আমি আমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি এই পেশাদার প্রকল্পে যুক্ত হতে।’

মেসিও বন্ধু সুয়ারেজের প্রতি কৃতজ্ঞ। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি লুইসকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি প্রকল্পে আমাকে যুক্ত করার জন্য, যা সে অনেক বছর ধরে গড়ে তুলেছে এবং এখন এতটা বিস্তৃত হয়েছে। আমি আশা করি, এর অগ্রগতিতে আমার পক্ষ থেকেও যথাসম্ভব অবদান রাখতে পারব এবং সব সময় তার পাশে থাকতে পারব।’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী