হোম > খেলা > ফুটবল

মেসি-সুয়ারেজের নতুন চমক

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের গভীরতা বার্সেলোনা থাকাকালীনই স্পষ্ট ছিল। সুয়ারেজ গোলখরায়, মেসি পেনাল্টি এগিয়ে দিয়েছেন বন্ধুকে। কাতালান ক্লাবটি থেকে উরুগুয়ান স্ট্রাইকারের বিদায়ও মেনে নিতে কষ্ট হয়েছিল মেসির। পরবর্তীতে আবারও তাঁরা এক হয়ে লড়ছেন ইন্টার মায়ামির হয়ে।

এবার মেসি-সুয়ারেজের পথচলা পৌঁছেছে নতুন এক অধ্যায়ে। তাঁরা একসঙ্গে গড়ে তুলেছেন একটি পেশাদার ফুটবল ক্লাব—দেপোর্তিভো এলএসএম। উরুগুয়ের পেশাদার লিগে অংশ নেবে ক্লাবটি। এর আগে ক্লাবটির নাম ছিল দেপোর্তিভো এলএস। ২০১৮ সালে সুয়ারেজ প্রতিষ্ঠা করেছিলেন উরুগুয়ের সিউদাদ দে লা কস্তা শহরে।

গতকাল সুয়ারেজ নতুন করে ঘোষণা দেন, ক্লাবটির নাম পরিবর্তন করে ‘এলএসএম রাখা হয়েছে। ক্লাবের নামে ‘এম’ বর্ণ যুক্ত করা হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির প্রতি সম্মানে। আনুষ্ঠানিকভাবে ক্লাবের অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন তিনি এই প্রকল্পে। এই ক্লাব উরুগুয়ের চতুর্থ বিভাগীয় পেশাদার লিগে অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী ধাপে পা রাখতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের স্বপ্ন, যা শুরু হয়েছিল ২০১৮ সালে। এখন আমাদের ৩ হাজারের বেশি সদস্য ও উন্নত অবকাঠামো রয়েছে। সেই কারণে ক্লাবটিকে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) কাঠামোতে আনছি, যুব ও পেশাদার দুই স্তরেই।’

মেসির প্রসঙ্গ টেনে সুয়ারেজ বলেন, ‘এই প্রকল্প ফুটবলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার সেরা জায়গা। তাই আমি আমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি এই পেশাদার প্রকল্পে যুক্ত হতে।’

মেসিও বন্ধু সুয়ারেজের প্রতি কৃতজ্ঞ। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি লুইসকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি প্রকল্পে আমাকে যুক্ত করার জন্য, যা সে অনেক বছর ধরে গড়ে তুলেছে এবং এখন এতটা বিস্তৃত হয়েছে। আমি আশা করি, এর অগ্রগতিতে আমার পক্ষ থেকেও যথাসম্ভব অবদান রাখতে পারব এবং সব সময় তার পাশে থাকতে পারব।’

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর