ইউরোপিয়ান দলবদল শেষ হতে আরেকটু অপেক্ষা।
আজ রাত ১২টার পর বন্ধ হয়ে যাচ্ছে দলবদলের দুয়ার। গত গ্রীষ্মের মতো উত্তেজনা ও রোমাঞ্চের দেখা না মিললেও, প্রিমিয়ার লিগে (ইপিএল) এবার প্রথমবারের মতো প্রায় ২০ হাজার কোটি টাকার দলবদল দেখা গেছে।
বেশির ভাগ বড় ক্লাবই খেলোয়াড় কেনার ব্যাপারে উদারভাবে খরচ করেছে।
প্রিমিয়ার লিগের পরে সবচেয়ে বেশি খরচ করেছে সিরি ‘আর’ ক্লাবগুলো।