হোম > খেলা > ফুটবল

নতুন কোনো ‘প্রজেক্ট’ নিয়ে কাজ করছেন মেসি 

মাঠে নামলেই অগুনতি রেকর্ড গড়ার গল্প তো লিওনেল মেসি গড়েনই। ফুটবল ছাড়াও নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার নতুন এক প্রজেক্ট নিয়ে কাজ করার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার।

গত রাতে নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন মেসি। তাতে ক্যাপশন দিয়েছেন, ‘আমি কিছু নিয়ে কাজ করছি।’ ভিডিওতে দেখা যাচ্ছে, মরুভূমির বালিতে ‘পলিউশন’ নামের ছোট বোতল রাখা। সেই ছোট বোতলে ফুটবলের মতো সজোরে লাথি মারেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। ভিডিওটা শেষ হয়েছে, ‘আপনি কি তৈরি?’ দিয়ে একটা প্রশ্ন দিয়ে। এই ভিডিও দেখে মেসি ভক্তদের অনেকেই হয়তো বুঝে নিয়েছেন, আর্জেন্টাইন এই তারকা ফুটবলার পরিবেশবিষয়ক ব্যাপারে কাজ করবেন। 

মেসির জনকল্যাণমূলক কাজ অবশ্য নতুন কিছু নয়। ইউনিসেফের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন এবং নিজের নামে ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’ খুলেছেন। আর এই মৌসুমে আনুষ্ঠানিক চুক্তি না হলেও তাঁর ইন্টার মিয়ামিতে যাওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে তিনি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি ৯০ লাখ মার্কিন ডলারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন (বাংলাদেশি ৯৭ কোটি ৩৯ লাখ টাকা)। পোর্শ ডিজাইন টাওয়ার এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন