হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ-ভুটান ম্যাচ পরিত্যক্ত হলে সাফের নিয়ম কী বলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের খেলা এখনো শুরু হয়নি। ছবি: বাফুফে

ভেজা মাঠের কারণে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটানের দ্বিতীয়ার্ধের খেলা বন্ধ রয়েছে। এরই মধ্যে ৪৫ মিনিট হয়ে গেলেও রেফারি খেলা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিতে পারেননি। মাঠ খেলার অনুপযুক্ত থাকলে শেষ পর্যন্ত এই ম্যাচের ফল কী হবে, তা নিয়ে জেগেছে প্রশ্ন।

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। সপ্তম মিনিটে একমাত্র গোলটি করেন শান্তি মার্দি।

সাফের বাইলজ অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩০ মিনিটের জন্য খেলা স্থগিত রাখতে পারবেন রেফারি। পরিস্থিতির উন্নতি না হলে আরও ৩০ মিনিট খেলা বন্ধ রাখার অনুমতি আছে তাঁর। এই সময়ের মধ্যে ম্যাচ শুরু করা সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করবেন তিনি।

পরিত্যক্ত ঘোষণার দুই ঘণ্টার মধ্যে সাফকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ জিতবে নাকি ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে। সাফের সিদ্ধান্তের বিপরীতে আবেদন করার সুযোগ নেই। টুর্নামেন্টের যে সূচি, তাতে ম্যাচ পুনরায় আয়োজনের সম্ভাবনা নেই বললে চলে।

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা