হোম > খেলা > ফুটবল

রোনালদোর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জর্জিনা

লম্বা সময় ধরে প্রেম করছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মডেল জর্জিনা রদ্রিগেজ। তবে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তাঁরা।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জর্জিনার জীবন নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে। সেই ডকুমেন্টারির ট্রেলারে রোনালদোর সঙ্গে বিয়ের ব্যাপারে মুখ খুলেছেন জর্জিনা। জানিয়েছেন, রোনালদোর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেতে উন্মুখ হয়ে আছেন তিনি। বিয়ে না করলেও রোনালদো ও জর্জিনার আলানা মার্টিনা নামের তিন বছর বয়সী একটি মেয়ে আছে। এ ছাড়া রোনালদোর অন্য তিন সন্তানের মায়ের দায়িত্বও পালন করছেন জর্জিনা। 

২৭ বছর বয়সী জর্জিনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেটফ্লিক্সের সেই ডকুমেন্টারির ট্রেলার শেয়ার করেছেন। সেখানে রোনালদোর সঙ্গে বিয়ে নিয়ে করা এক প্রশ্নের জবাবে জর্জিনা বলেন, ‘এটা আমার ওপর নির্ভর করছে না। আশায় আছি…।’ এই ট্রেলারে পরিবারের সঙ্গে রোনালদোকে ফুটবল খেলতেও দেখা গেছে। 

‘আই অ্যাম জর্জিনা’ নামের ডকুমেন্টারিটির ট্রেলার ছাড়া হলেও পুরো আয়োজনটি কবে দেখা যাবে, সে ব্যাপারে এখনো জানানো হয়নি। 

সাধারণ দোকান কর্মচারী থেকে ক্রীড়া ও বিনোদন দুনিয়ার আলোচিত মুখ হয়ে ওঠা জর্জিনা ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে আই অ্যাম জর্জিনা নামের ডকুমেন্টারিটির বিশেষ প্রিভিউ শেয়ার করতে পারছি। এটি শিগগিরই নেটফ্লিক্সে আসছে।’ 

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবে

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ