শুধু ভূমিতে নয়, আকাশেও বিলাসী জীবন যাপন করেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ব্যক্তিগত বিমানে আকাশযাত্রায়ও আয়েশিভাবে চলাফেরা করেন এই পর্তুগিজ মহাতারকা।
২০ মিলিয়ন পাউন্ডের এই বিমান নিয়ে প্রায়ই প্রেমিকাসহ পর্তুগালে নিজের বাড়িতে উড়াল দিতে দেখা যায় ‘সিআর সেভেন’কে। অনেক সময় প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ একাই এই বিমান নিয়ে ইউরোপ ভ্রমণ করেন।
রোনালদোর ব্যক্তিগত এই উড়োযানের নাম আস্ট্রা গ্যালাক্সি’। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৫৬০ মাইল ওড়ার ক্ষমতা রাখে। সংখ্যার দিক থেকেও বেশ দুর্লভ এই বিমান। ১৯৯৯ সালে প্রথমটি সামনে আনার পর এই বিমান তৈরি করা হয়েছে ২৫০টি। ২০১১ সালের পর এই বিমান আর তৈরি করা হয়নি।