হোম > খেলা > ফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্যামেরুন গোলরক্ষক

বিশ্বকাপে কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে অভিমানে দেশে ফিরেছিলেন আন্দ্রে ওনানা। এবার অভিমানে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানালেন ক্যামেরুনের গোলরক্ষক। তিনি জানিয়েছেন, ক্যামেরুনের সঙ্গে তাঁর গল্প শেষ হয়ে এসেছে। 

আজ সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওনানা। তিনি লিখেছেন, ‘প্রত্যেক গল্পের শেষ আছে। ক্যামেরুন জাতীয় দলের সঙ্গে আমার গল্পও শেষ হয়ে এসেছে। 

ক্যামেরুন দলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ওনানা লিখেছেন, ‘খেলোয়াড় আসে যায় এবং নামগুলোও ক্ষণস্থায়ী। তবে ক্যামেরুন চিরস্থায়ী। জাতীয় দল এবং যাঁরা আমাদের সব সময় সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি আমার ভালোবাসা রইল। মুর্হূতটি যতই কঠিন হোক না কেন, আপনারা পাশে ছিলেন।’ 

দেশকে সব সময় মনে ধারণ করবেন—এমনটা জানিয়ে ওনানা লিখেছেন, ‘আমার অনুভূতিতে কখনো পরিবর্তন আসবে না। ক্যামেরুন আমার হৃদয়ে সব সময় স্পন্দিত হবে। আর যেখানেই যাই না কেন, সব সময় সর্বোচ্চ চেষ্টা করব ক্যামেরুনের পতাকা তুলে ধরতে। 

২০১৬ সালে ফ্রান্সের বিপক্ষ ক্যামেরুনের হয়ে অভিষেক হয় ওনানার। জাতীয় দলের হয়ে ৭ বছরের ক্যারিয়ারে ৩৪ ম্যাচ খেলেছেন ইন্টার মিলানের এই গোলরক্ষক। গত বছর ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৯ মাস নিষিদ্ধও ছিলেন ২৬ বছর বয়সী ওনানা। 

যদিও নিজের পোস্টে অভিমানের বিষয়ে কিছু বলেননি ওনানা। তবে বয়স ২৬ বছর হওয়ায় বিদায় নেওয়ার কারণ এমনটিই ধারণা করা হচ্ছে। কেননা, এই বয়সেই একজন ফুটবলার অভিজ্ঞতা ও দক্ষতায় পরিপূর্ণ থাকেন। আর দলকে সর্বোচ্চটুকু দিতে পারেন।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো