হোম > খেলা > ফুটবল

লরিয়াস পুরস্কার মেসির কাছে বিশেষ সম্মানের 

লিওনেল মেসির হাতে পুরস্কার যেন এখন চিরপরিচিত দৃশ্য। কাতার বিশ্বকাপ জয়ের পর পাচ্ছেন একের পর এক পুরস্কার। এবার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার। 

ফ্রান্সের প্যারিসে গতকাল লরিয়াস পুরস্কার অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসের মোন্ডো ডুপলেন্টিস, বাস্কেটবলের স্টিফেন কারিদের ছাড়িয়ে এই পুরস্কার পেয়েছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। একই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার কাছে বিশেষ সম্মানের। বিশেষ করে এ বছর প্যারিসে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড পাওয়া। ২০২১ সালে এখানে আসার পর এই শহর আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে। সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলেরই না, পিএসজিরও। সবকিছু তাদের সঙ্গে শেয়ার করতে পেরে কৃতজ্ঞ।’ 

এর আগে ২০২০ সালে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। তখন ফর্মুলা ওয়ান কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জিতেছিলেন। তা ছাড়া এই প্যারিসে চলতি বছরের ফেব্রুয়ারি ‘ফিফা দ্য বেস্টের’ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জেতেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল