সেভিয়াতে লম্বা সময় কাটিয়ে ২০১৪ সালে বার্সেলোনায় যান ইভান রাকিতিচ। বার্সায় অসাধারণ সব মুহূর্তের সাক্ষী হয়ে ২০২০ সালে ফের ফিরে এসেছেন সেভিয়ায়। তবে সেভিয়ার হয়ে ন্যু ক্যাম্পে ফিরে দারুণ অভ্যর্থনা পেলেন এই তারকা ফুটবলার। গতকাল রাতে ন্যু ক্যাম্পে ফিরে বার্সা সমর্থকদের আক্ষরিক অর্থেই অন্তর্বাস ছাড়া সবকিছুই দিয়ে গেছেন রাকিতিচ।
সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে লা লিগায় ২ নম্বর উঠে এসেছে বার্সা। এদিন ম্যাচের আগে অনুশীলনের সময় বার্সা সমর্থকেরা রাকিতিচকে দারুণভাবে অভ্যর্থনা জানায়। যার জবাবে ম্যাচ শেষে জার্সি এবং প্যান্ট খুলে তাদের হাতে তুলে দেন এই ক্রোয়েশিয়ান তারকা।
এবার তাই সেভিয়ার কাতালান পরাশক্তিদের দুর্গে আতিথ্য নিলে রাকিতিচকে অভ্যর্থনা জানানোর উপলক্ষ পায় বার্সা সমর্থকেরা। ৩৪ বছর বয়সী ক্রোয়াট তারকাও সেই অভ্যর্থনার জবাব দিয়েছেন দারুণভাবে।
বার্সার হয়ে দারুণ সব অর্জন আছে রাকিতিচের। যার মধ্যে ২০১৫ সালে ট্রেবল নিশ্চিতভাবেই এই মিডফিল্ডার ক্যারিয়ারে অন্যতম বড় অর্জন।