হোম > খেলা > ফুটবল

চেলসির পরিচালকের পদ থেকে বহিষ্কার আব্রামোভিচ 

চেলসির পরিচালকের পদ থেকে  রোমান আব্রামোভিচকে বহিষ্কার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)  কমিটি।  চেলসির এই রুশ মালিককে দলের পরিচালক হিসেবে অযোগ্য ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ব্রিটিশ সরকারের নির্দেশ মেনে প্রিমিয়ার লিগ কমিটি রোমান আব্রামোভিচকে চেলসির পরিচালকের পদ থেকেও বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’

প্রিমিয়ার লিগ কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ সরকার। ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আব্রামোভিচকে সরানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে সরকার। চেলসিকে অন্য কোনো সংস্থার হাতে বিক্রি করার বিষয়টি সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করবে বলে আগেই জানিয়ে দিয়েছে। সেই হিসাবে নিয়ম মেনে দরপত্র জমা দিতে হবে আগ্রহী সংস্থাগুলোকে।’

গত শনিবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্রদের ওপর নানা রকম নিষেধাজ্ঞা আসতে শুরু করে। শোনা যায়, পুতিনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আব্রামোভিচ। তিনি নিজে অবশ্য সব সময় বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর