হোম > খেলা > ফুটবল

দল ঘোষণা ব্রাজিলের, নেইমারকে নিয়ে যা বললেন কোচ

আগামী অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে ভক্তদের জন্য নেইমারকে নিয়ে নেই সুখবর। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ২৩ সদস্যের দলে সুযোগ হয়নি এই ফরোয়ার্ডের। 

দলে সুযোগ পেয়েছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া ও আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টেনেল্লির। আক্রমণভাগে আরও রয়েছেন রিয়াল মাদ্রিদের দুই ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিক। 

২০২৩ সালের আগস্টে ফরাসি ফুটবল ক্লাব পিএসজি থেকে সৌদি পেশাদার লিগের জায়ান্ট আল-হিলালে যোগ দেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। সৌদি প্রো লিগে খেলেছেন মাত্র তিন ম্যাচ, তারপরই পড়েছেন চোটে। এসিএল চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার শেষ পর্যায়ে রয়েছেন ৩২ বছর বয়সী নেইমার। 

নেইমার প্রসঙ্গে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘আমরা খুব ভালো করে জানি, সে কতটা গুরুত্বপূর্ণ। তার জন্য এখন অপেক্ষা করছি। আমাদের আসলে ধৈর্য ধরতে হবে। অক্টোবর, নভেম্বর কিংবা জানুয়ারিতে সে না ফিরলেও ব্যাপার না। তবে তাকে আত্মবিশ্বাসী এবং পরিপূর্ণ সুস্থ হতে হবে।’ 

দরিভালের দলে আছে নতুন দুই মুখ। ব্রাজিল জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন দেশটির স্থানীয় ক্লাব বোতাফোগোতে খেলা স্ট্রাইকার ইগর জেসুস ও ফরাসি ক্লাব লিঁওর ডিফেন্ডার আবনার। তবে দলে মাত্র চারজন মিডফিল্ডার রেখেছেন ব্রাজিল কোচ—আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা। 

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে পরের ম্যাচটি খেলবে পেরুর বিপক্ষে। 

বিশ্বকাপ বাছাইয়ে ভালো অবস্থায় নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আট ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। অবস্থান করছে টেবিলের ৫ নম্বরে। নিজেদের গত পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে সেলেসাওরা। 

ব্রাজিল দল: 
গোলকিপার: আলিসন, বেন্তো, এদেরসন। 
ডিফেন্ডার: দানিলো, এবনার, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনহোস। 
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা। 
ফরোয়ার্ড: এনদ্রিক, লুইস হেনরিক, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনিয়া।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে