হোম > খেলা > ফুটবল

লাল কার্ডই ঘুরে দাঁড়াতে দিল না ওয়েলসকে!

ঢাকা : ম্যাচের তখন ৫৫ মিনিট। বলের দখল নিতে গিয়ে ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো বার্নার্দেচিকে ফাউল করে বসেন ইথান আমপাদু। এই ফাউলেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েলস ডিফেন্ডার। ১০ জনের দলে পরিণত হওয়া ওয়েলস আর ঘুরে দাঁড়াতে পারেনি। রেফারির এমন সিদ্ধান্তের পর আলোচনার ঝড় বইয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম (২০ বছর) খেলোয়াড় হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন আমপাদু। রেফারির সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়েন আমপাদু। এই লাল কার্ড নিয়ে টুইটারে অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। এই ফাউলকে সরাসরি লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দেওয়া উচিত ছিল বলে তারা মনে করেন।

কেউ কেউ এটাকে ম্যাচে ওয়েলসের ঘুরে না দাঁড়াতে পারার কারণ হিসেবে দেখছেন। ইংলিশ সাংবাদিক জাস্টিন অ্যালেন বলেছেন, ‘খেলা দেখে অনেকেই বুঝেছেন, এটা লাল কার্ড হওয়া উচিত নয়। সেখানে রেফারি কী বুঝে লাল কার্ড দিলেন!’

লাল কার্ড প্রসঙ্গে পড কাস্ট আয়োজক হাগ উজেনক্রফট বলেছেন, ‘ভার দেখে আমপাদুকে লাল কার্ড দেখানো হয়েছে মেনে নিলাম। তাহলে প্রথমার্ধে জেমস যখন মার্কো ভেরাত্তিকে ট্যাকল করেছিল, তখন জেমসকে কেন লাল কার্ড দেখানো হলো না। এই ভার সিস্টেমের কি তাহলে কোনো দরকার আছে!’ এমন আরও অনেকেই রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর