হোম > খেলা > ফুটবল

লাল কার্ডই ঘুরে দাঁড়াতে দিল না ওয়েলসকে!

ঢাকা : ম্যাচের তখন ৫৫ মিনিট। বলের দখল নিতে গিয়ে ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো বার্নার্দেচিকে ফাউল করে বসেন ইথান আমপাদু। এই ফাউলেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েলস ডিফেন্ডার। ১০ জনের দলে পরিণত হওয়া ওয়েলস আর ঘুরে দাঁড়াতে পারেনি। রেফারির এমন সিদ্ধান্তের পর আলোচনার ঝড় বইয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম (২০ বছর) খেলোয়াড় হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন আমপাদু। রেফারির সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়েন আমপাদু। এই লাল কার্ড নিয়ে টুইটারে অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। এই ফাউলকে সরাসরি লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দেওয়া উচিত ছিল বলে তারা মনে করেন।

কেউ কেউ এটাকে ম্যাচে ওয়েলসের ঘুরে না দাঁড়াতে পারার কারণ হিসেবে দেখছেন। ইংলিশ সাংবাদিক জাস্টিন অ্যালেন বলেছেন, ‘খেলা দেখে অনেকেই বুঝেছেন, এটা লাল কার্ড হওয়া উচিত নয়। সেখানে রেফারি কী বুঝে লাল কার্ড দিলেন!’

লাল কার্ড প্রসঙ্গে পড কাস্ট আয়োজক হাগ উজেনক্রফট বলেছেন, ‘ভার দেখে আমপাদুকে লাল কার্ড দেখানো হয়েছে মেনে নিলাম। তাহলে প্রথমার্ধে জেমস যখন মার্কো ভেরাত্তিকে ট্যাকল করেছিল, তখন জেমসকে কেন লাল কার্ড দেখানো হলো না। এই ভার সিস্টেমের কি তাহলে কোনো দরকার আছে!’ এমন আরও অনেকেই রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব