হোম > খেলা > ফুটবল

সমর্থকদের বড় সুখবর দিলেন নেইমার

চোটে পড়ে দীর্ঘ এক বছর ধরে মাঠে বাইরে নেইমার জুনিয়র। এসিএল চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় অপেক্ষা ফুরোচ্ছে ভক্তদেরও। লম্বা বিরতির পর আগামীকাল মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমারের একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে আল হিলাল। 

মাঠে ফেরা প্রসঙ্গে ভিডিওতে নেইমার বলেন, ‘কেউ একজন ফিরে আসছে। আমি জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর, আমি আবার মাঠে ফিরছি।’ এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কাল বাংলাদেশ সময় রাত ১০টায় আল-আইনের বিপক্ষে খেলবে নেইমারের দল আল হিলাল। 

২০২৩ সালের আগস্টে ফরাসি ফুটবল ক্লাব পিএসজি থেকে সৌদি পেশাদার লিগের জায়ান্ট আল হিলালে যোগ দেন নেইমার। সৌদি প্রো লিগে এরই মধ্যে ৩টি ম্যাচ খেলেছেন ৩২ বয়সী এই ফুটবলার। তারপর অক্টোবরে চোটে পড়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। 

সম্প্রতি এনআর স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে চোট প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো ফুটবল খেলা। প্রতিদিন যখন আমি খেলতে পারি না, সেটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। এই দূরত্বই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।’ অবশেষে সেই কষ্টও দূর হচ্ছে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী