হোম > খেলা > ফুটবল

আবাহনীর চিন্তা বাড়াল কিংস

আজকের পত্রিকা ডেস্ক­

আবাহনীর চিন্তা বাড়াল কিংস। ছবি: বাফুফে

ধীরে ধীরে পয়েন্ট টেবিলের ওপরের দিকে এগোচ্ছে বসুন্ধরা কিংস। আজ কিংস অ্যারেনায় ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা ফকিরেরপুলকে। এ জয়ে মূল্যবান আরও ৩ পয়েন্ট অর্জন করল বর্তমান চ্যাম্পিয়নরা। তারা টেবিলের চারে ওঠায় পাঁচে নেমে গেল আবাহনী। যদিও কিংসের চেয়ে এক ম্যাচ কম খেলেছে মারুফুল হকের দল। তবে আবাহনী আর কিংসের পয়েন্ট কিন্তু সমান ১৩। গোল ব্যবধানে এগিয়ে থাকায় একধাপ এগিয়ে গেল কিংস। তাতে কিছুটা হলেও চিন্তা বেড়েছে আবাহনীর।

যদিও কাল তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের নিচের দিকের দল চট্টগ্রাম আবাহনী। তাদের হারালে আবার কিংসকে পেছনে ফেলে পাঁচ থেকে একলাফে দুইয়ে উঠে যাবে দলটি। এ দিন কিংসের বাদশার ভুলে ম্যাচের দুই মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। কিন্তু বিরতির পর একের পর এক গোল করে ফকিরেরপুলকে রীতিমতো উড়িয়ে দেয় তারা। ৬৯ মিনিটে ফার্নান্দেজ, ৭২ মিনিটে ফাহিম, ৭৫ মিনিটে রফিকুল আর ৮৩ মিনিট কিংসের হয়ে গোল করেন রাকিব।

দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। টানা ৭ জয়ে লিগে সাদা কালোদের পয়েন্ট এখন ২১। দুইয়ে থাকা রহমতগঞ্জের অর্জন ৭ ম্যাচে ১৫ পয়েন্ট। অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আর ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসি ও ফর্টিসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার