হোম > খেলা > ফুটবল

স্পেনের বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের রেকর্ড

ক্রীড়া ডেস্ক    

২০২৫ নারী ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ছবি: এএফপি

২০২৩ সালে সিডনিতে নারী ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা খুইয়েছিল ইংল্যান্ড। শিরোপা ছুঁয়েও ছুঁতে না পারার যন্ত্রণা ইংলিশদের তাড়া করেছিল ২৩ মাস। অবশেষে গত রাতে ইউরো জিতে পুরোনো যন্ত্রণার ক্ষতে প্রলেপ দিল ইংল্যান্ড।

সুইজারল্যান্ডের বাসেলে গত রাতে ২০২৫ নারী ইউরোর ফাইনালে স্পেন-ইংল্যান্ডের লড়াইটা হয়েছে সমানে সমানে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। ১২০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারের ৩-১ গোলে জিতে দ্বিতীয়বারের মতো নারী ইউরোতে চ্যাম্পিয়ন হয় ইংলিশরা। এটা ইউরোতে ইংল্যান্ডের টানা দ্বিতীয় শিরোপা জয়। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় এর আগে টানা চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি ছিল জার্মানির। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত সব মিলিয়ে টানা ৬ বার নারী ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি।

বাসেলে গত রাতে শুরুতে ধাক্কা খায় ইংল্যান্ড। ম্যাচের ২৫ মিনিটে স্পেনকে এগিয়ে নেন মারিওনা কালদেন্তে। ওনা ব্যাটলের ক্রসে হেড থেকে দারুণ গোল করেন কালদেন্তে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে স্পেন। বিরতির পর দ্রুতই সমতায় ফেরে ইংল্যান্ড। ৫৭ মিনিটে হেডে সমতাসূচক গোল করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যালেসিয়া রুসো। যেখানে বক্সের বাইরে থেকে ক্লোয়ি কেলি প্রথমে ক্রস করেন। সেই ক্রস থেকে হেডে গোল করেন রুসো। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও কোনো দল গোল করতে পারেননি।

পেনাল্টি শুটআউটে প্রথম চার শটের তিনটিই মিস করে স্পেন। যাঁদের মধ্যে ইউরোর সেরা খেলোয়াড় এবং ব্যালন ডি’অরজয়ী তারকা আইতানা বোনমাতিও আছেন। অন্যদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম ৪ শটের ২টিতেই লক্ষ্যভেদ করে। ইংলিশদের হয়ে পঞ্চম শটটি নেন কেলি। দারুণ শটে কেলি বল জালে জড়াতেই চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ২০২৫ শিরোপা জয়ের অন্যতম কারিগর দলটির কোচ সারিনা ভাইগমান। চ্যাম্পিয়ন দলের কোচ বলেন, ‘আমরা বলেছিলাম যে কোনো না কোনো উপায়ে চ্যাম্পিয়ন হব। আজ (গত রাতে) আবারও সেটা প্রমাণ করেছি। দল এবং স্টাফদের নিয়ে খুব গর্বিত আমি। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। প্রথম ম্যাচ হারের পর ইউরো চ্যাম্পিয়ন হওয়া সত্যিই অবিশ্বাস্য।’

ভাইগম্যান এ নিয়ে টানা তিনটি ইউরো চ্যাম্পিয়ন হলেন। ২০১৭ সালে নেদারল্যান্ডসের হয়ে জিতেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা। ইংলিশদের ইউরো জিতিয়েছেন ২০২২ ও ২০২৫ সালে। ইংল্যান্ডের টানা দুটি ইউরো জয়ে কৃতিত্ব রয়েছে কেলিরও। ২০২২ সালে সবশেষ ইউরোর ফাইনালেও জয়সূচক গোলটা করেছিলেন তিনি। তিন বছর আগে নারী ইউরো ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ড।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক