হোম > খেলা > ফুটবল

ম্যানসিটি তারকাকে ‘কষে চড়’ দিলেন এক তরুণ

ক্রীড়া ডেস্ক    

ম্যানচেস্টার ডার্বির পর জ্যাক গ্রিলিশকে চড় বসিয়ে দেন এক তরুণ। ছবি: এএফপি

ওল্ড ট্রাফোর্ডে গত রোববার প্রিমিয়ার লিগে গোলশূন্য ড্র হওয়া ম্যানচেস্টার ডার্বির ম্যাচশেষে ঘটে অপ্রীতিকর এক কাণ্ড। দর্শক সারির এক তরুণ ‘কষে চড়’ বসিয়ে দেন জ্যাক গ্রিলিশকে। সে তরুণের নাম তাৎক্ষণিক না জানলেও তাঁর বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার থাপ্পড় মারার অভিযোগ ও হামলার মামলা করেন।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এক বিবৃতিতে জানিয়েছে, ২০ বছর বয়সী আলফি হোল্টকে গ্রেপ্তার করার পর তাঁর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে এবং তিনি ১৪ জুলাই ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার পর ২৯ বছর বয়সী গ্রিলিশকে ওল্ড ট্রাফোর্ডে মাঠ ছাড়ার সময় এক তরুণ এসে চড় মারেন।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন, ম্যানইউ ও সিটি দুই ক্লাবই এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়, কারণ এটি এখনো সক্রিয় পুলিশ তদন্তে রয়েছে। তবে ম্যানইউ সব সময় ওল্ড ট্রাফোর্ডে ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করে থাকে।

এটি প্রথমবার নয়, গ্রিলিশ দর্শকদের দ্বারা লক্ষ্যবস্তু হয়েছেন আগেও। ২০১৯ সালের মার্চে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে, তাঁর সাবেক দল অ্যাস্টন ভিলার হয়ে খেলার সময়, পেছন থেকে এক দর্শক তাঁকে ঘুষি মারেন। এ ঘটনায় পল মিচেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তিনি আড়াই মাসের জেল খাটেন।

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের