হোম > খেলা > ফুটবল

ম্যানসিটি তারকাকে ‘কষে চড়’ দিলেন এক তরুণ

ক্রীড়া ডেস্ক    

ম্যানচেস্টার ডার্বির পর জ্যাক গ্রিলিশকে চড় বসিয়ে দেন এক তরুণ। ছবি: এএফপি

ওল্ড ট্রাফোর্ডে গত রোববার প্রিমিয়ার লিগে গোলশূন্য ড্র হওয়া ম্যানচেস্টার ডার্বির ম্যাচশেষে ঘটে অপ্রীতিকর এক কাণ্ড। দর্শক সারির এক তরুণ ‘কষে চড়’ বসিয়ে দেন জ্যাক গ্রিলিশকে। সে তরুণের নাম তাৎক্ষণিক না জানলেও তাঁর বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার থাপ্পড় মারার অভিযোগ ও হামলার মামলা করেন।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এক বিবৃতিতে জানিয়েছে, ২০ বছর বয়সী আলফি হোল্টকে গ্রেপ্তার করার পর তাঁর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে এবং তিনি ১৪ জুলাই ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার পর ২৯ বছর বয়সী গ্রিলিশকে ওল্ড ট্রাফোর্ডে মাঠ ছাড়ার সময় এক তরুণ এসে চড় মারেন।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন, ম্যানইউ ও সিটি দুই ক্লাবই এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়, কারণ এটি এখনো সক্রিয় পুলিশ তদন্তে রয়েছে। তবে ম্যানইউ সব সময় ওল্ড ট্রাফোর্ডে ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করে থাকে।

এটি প্রথমবার নয়, গ্রিলিশ দর্শকদের দ্বারা লক্ষ্যবস্তু হয়েছেন আগেও। ২০১৯ সালের মার্চে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে, তাঁর সাবেক দল অ্যাস্টন ভিলার হয়ে খেলার সময়, পেছন থেকে এক দর্শক তাঁকে ঘুষি মারেন। এ ঘটনায় পল মিচেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তিনি আড়াই মাসের জেল খাটেন।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী