হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেকে পাস দেন না নেইমার!

তারার আলোয় ভরে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসি-নেইমার-এমবাপ্পের মতো সময়ের সেরা তারকারা এক সঙ্গে খেলছেন। এমএনএম খ্যাত এই তিনজনকে একই জার্সিতে খেলতে দেখা ফুটবলপ্রেমীদের জন্যও দারুণ রোমাঞ্চের। তবে পিএসজির এই সাজানো সংসারে এখন ভাঙনের সুর শোনা যাচ্ছে। এমবাপ্পের অভিযোগ নেইমার এখন আর তাঁকে পাস দেন না! 

শনিবার রাতে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে শেষ গোলটি আসে জুলিয়ান ড্রাক্সলারের কাছ থেকে। এর আগেই মাঠ থেকে তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। তাঁর জায়গায় মাঠে নামেন মাউরো ইকার্দি। ড্রাক্সলারের গোলটি আসে নেইমারের সহায়তা থেকে। এর পরেই সাইড বেঞ্চে পাশে বসা ইদ্রিসা গুইয়েকে এমবাপ্পে বলেন, ‘সে (নেইমার) এই পাসটি আমাকে দিত না।’ 

ভিডিও ক্যামেরায় এই মুহূর্তটি ধরা পড়ার পর থেকেই পিএসজি শিবিরে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। এমনিতেই এমবাপ্পে এই মৌসুমে ইচ্ছের বিরুদ্ধে পিএসজিতে খেলছেন। তাঁর ইচ্ছা ছিল রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত দর-কষাকষিতে না হওয়ায় দল বদলানো হয়নি এমবাপ্পের। এর মধ্যে নেইমারের সঙ্গে এমবাপ্পের বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’ 

দলের ভেতরের এই বিরোধের প্রভাব অবশ্য লিগ ম্যাচে কোনো প্রভাব ফেলছে না। ৮ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে পিএসজি। দুই নম্বরে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২ ম্যাচ কম খেলে ১৪। 

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী