হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেকে পাস দেন না নেইমার!

তারার আলোয় ভরে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসি-নেইমার-এমবাপ্পের মতো সময়ের সেরা তারকারা এক সঙ্গে খেলছেন। এমএনএম খ্যাত এই তিনজনকে একই জার্সিতে খেলতে দেখা ফুটবলপ্রেমীদের জন্যও দারুণ রোমাঞ্চের। তবে পিএসজির এই সাজানো সংসারে এখন ভাঙনের সুর শোনা যাচ্ছে। এমবাপ্পের অভিযোগ নেইমার এখন আর তাঁকে পাস দেন না! 

শনিবার রাতে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে শেষ গোলটি আসে জুলিয়ান ড্রাক্সলারের কাছ থেকে। এর আগেই মাঠ থেকে তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। তাঁর জায়গায় মাঠে নামেন মাউরো ইকার্দি। ড্রাক্সলারের গোলটি আসে নেইমারের সহায়তা থেকে। এর পরেই সাইড বেঞ্চে পাশে বসা ইদ্রিসা গুইয়েকে এমবাপ্পে বলেন, ‘সে (নেইমার) এই পাসটি আমাকে দিত না।’ 

ভিডিও ক্যামেরায় এই মুহূর্তটি ধরা পড়ার পর থেকেই পিএসজি শিবিরে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। এমনিতেই এমবাপ্পে এই মৌসুমে ইচ্ছের বিরুদ্ধে পিএসজিতে খেলছেন। তাঁর ইচ্ছা ছিল রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত দর-কষাকষিতে না হওয়ায় দল বদলানো হয়নি এমবাপ্পের। এর মধ্যে নেইমারের সঙ্গে এমবাপ্পের বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’ 

দলের ভেতরের এই বিরোধের প্রভাব অবশ্য লিগ ম্যাচে কোনো প্রভাব ফেলছে না। ৮ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে পিএসজি। দুই নম্বরে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২ ম্যাচ কম খেলে ১৪। 

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে