হোম > খেলা > ফুটবল

এমবাপ্পের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ, বলছেন মেসিদের কোচ 

কদিন আগে কিলিয়ান এমবাপ্পেকে ‘গোলপাগল’ বলেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ ক্রিস্তফ গালতিয়ের। গুরুর কথার বাস্তব প্রমাণ এমবাপ্পে দিয়ে চলেছেন প্রতিনিয়ত। গতকাল লিগ ওয়ানে এমবাপ্পের জোড়া গোলে মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। এমবাপ্পের উপস্থিতি পিএসজির জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন গালতিয়ের। 

ভেলোদ্রোম স্টেডিয়ামে এমবাপ্পে-লিওনেল মেসি জুটিতেই গতকাল বিধ্বস্ত হয়েছে মার্শেই। এমবাপ্পের জোড়া গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। আর মেসিকে গোল করতে সহায়তা করেছেন এমবাপ্পে। ম্যাচের ২৫ ও ৫৫ মিনিটে জোড়া গোল করে পিএসজির জার্সিতে গোলের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এমবাপ্পে। ফরাসি এই ফুটবলার তাতে ছুঁয়েছেন এডিনসন কাভানির রেকর্ড। পিএসজির জার্সিতে কাভানি করেছিলেন ২০০ গোল। 

ম্যাচ শেষে এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন গালতিয়ের। অ্যামাজন প্রাইমকে পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে সত্যিই খুব দ্রুত দৌড়ায়। কৌশলগত দিক থেকেও সে দ্রুত। তার যে কেবল পা আছে তা-ই নয়, দ্রুতগতিতে কাজে লাগানোর ক্ষমতাও তার আছে। এমন খেলোয়াড়েরা পরিসংখ্যান ও রেকর্ডে পরিপূর্ণ। সে কাভানির রেকর্ড ছুয়েছে। বোঝাই যাচ্ছে যে সে (এমবাপ্পে) এই রেকর্ড ভেঙে দেবে। তার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ।’ 

লিগ ওয়ানে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ২৫ ম্যাচ খেলে ১৯ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৬০। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৫২। 

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের