হোম > খেলা > ফুটবল

লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন ‘কসাই’ মার্তিনেজ

মাঠে খেলতে নামলেই লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে প্রীতি ম্যাচ, মাঠে নামলেই পুরোটা নিংড়ে দেন তিনি। ডিফেন্সে তিনি থাকলে রক্ষণভাগ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। ‘কসাই মার্তিনেজ’ নামে এরই মধ্যে পরিচিতি পেয়ে গেছেন। এবার তিনি লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। 

পায়ের চোটে পড়ে দুই থেকে তিন মাসের জন্য ছিটকে যেতে পারেন মার্তিনেজ। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, ‘এ মাসের শুরুতে আর্সেনালের বিপক্ষে আমাদের প্রিমিয়ার লিগের ম্যাচে সমস্যায় পড়েছে। এটা বোঝা গেছে যে তার সেরে ওঠা ও পুনর্বাসনের জন্য একটু সময় লাগবে। পরবর্তীতে কী হবে, তার মূল্যায়ন করা হবে।’ 

৩ সেপ্টেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুর একাদশে থাকলেও ইমিরেটস স্টেডিয়ামে সেদিন ৬৭ মিনিট খেলতে পেরেছেন মার্তিনেজ। এরপর ১৬ সেপ্টেম্বর বার্নলির বিপক্ষে খেলতে পেরেছেন তিনি। তবে ২৩ ও ৩০ সেপ্টেম্বর বার্নলি ও ক্রিস্টাল প্যালেস-প্রিমিয়ার লিগের দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ এ বলেছেন, ‘এটা তার ও দলের জন্য সত্যিই খুব দুঃখের। কারণ সে শতভাগ ফিট না। আগের ম্যাচগুলোতে লিচা মার্তিনেজ অনেক পার্থক্য গড়ে দিয়েছে। গত মৌসুমেও আমরা দেখেছি যে লিচা মার্তিনেজ কী করেছে।’

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর