৮০০ গোলের মাইলফলকে নতুন এক উচ্চতায় উঠেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার এই মাইলফলক স্পর্শ করলেন।
আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলের জয়ের রাতে রোনালদো একাই লক্ষ্যভেদ করেছেন দুবার। তাঁর এই পারফরম্যান্স স্ট্যান্ডে বসে উপভোগ করেছেন নতুন কোচ রালফ রাংনিক। আজ সংবাদ সম্মেলনে এসে রোনালদোর প্রশংসাও করলেন তিনি। বলেছেন, রোনালদোর মতো কাউকে দেখেননি তিনি।
রাংনিকের ম্যানইউতে আসার খবর নিশ্চিত হওয়ার পর থেকেই জোর গুঞ্জন, রোনালদোকে পরিকল্পনায় রাখছেন না তিনি। কিন্তু রোনালদোকে নিয়ে সংবাদ সম্মেলনে ভিন্ন কথাই বললেন তিনি।
দুর্দান্ত ছন্দে থাকা রোনালদোকে নিয়ে রাংনিক বলেছেন, ‘দলে যেসব খেলোয়াড় আছেন, তাদের স্টাইলের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। আর্সেনালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৩৬ বছর বয়সী যে ক্রিস্টিয়ানোকে (রোনালদো) দেখেছি, তা অসাধারণ। তার বয়সী কোনো খেলোয়াড়কে আমি শারীরিকভাবে এতটা ফিট দেখিনি। এখনো সে সহজেই পার্থক্য গড়ে দিতে পারে।’
রোনালদোতে মুগ্ধ হলেও শুধুই তাঁকে নিয়ে ভাবছেন না রাংনিক। বরং দলীয়ভাবে ভালো কিছু করায় চোখ তাঁর, ‘শুধু রোনালদো নয়, দলীয়ভাবেই আমাদের মানিয়ে নিতে হবে। রোনালদোর মাঝে আমি যা দেখেছি, সে দলের পারফরম্যান্সে অবদান রাখতে চায়। তাঁর সতীর্থদেরও তা করে দেখাতে হবে।’