হোম > খেলা > ফুটবল

এবার অস্ট্রেলিয়ার সঙ্গে হারের ব্যবধান কমাল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেলবোর্নে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় সাত মাস পর আজ দ্বিতীয় লেগে বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ‘প্রতিশোধের’ ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় এবারও হেরেছে বাংলাদেশ। সকারুরা এবার বাংলাদেশকে হারিয়েছে ২-০ গোলে।

কিংস অ্যারেনাতে আজ বাংলাদেশকে বেশ চাপে রাখে অস্ট্রেলিয়া। বাংলাদেশ অল্প সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ৭৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর অস্ট্রেলিয়া করে ৪ শট। অন্যদিকে বাংলাদেশ বল দখলে রেখেছে ২৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি স্বাগতিকেরা। উপরন্তু একটা আত্মঘাতী গোল করে বসে বাংলাদেশ।

ম্যাচের প্রথম দিকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জর্ডান বস ৮ মিনিটে ড্রিবলিং করে বাংলাদেশের রক্ষণভাগে ঢুকে পড়েন। শেষ পর্যন্ত তা স্বাগতিকদের রক্ষণ দেওয়ালে প্রতিহত হয়। ১০ মিনিটে পাল্টা আক্রমণে রাকিব হোসেন গোলের সম্ভাবনা তৈরি করলেও অ্যাটাকিং থার্ডে বাধা পেয়ে যান। এভাবে চলতে চলতে প্রথম ৩০ মিনিটের মধ্যে গোলের দেখা পেয়ে যায় অস্ট্রেলিয়া। এই গোলটি সকারুরা পেয়েছে ভাগ্যের সহায়তায়। ২৯ মিনিটে শট নেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার আজদিন রুস্টিক। বাংলাদেশের ডিফেন্ডার মেহেদী হাসান বল ক্লিয়ার করতে গেলেও তা নিজেদের জালে জড়িয়ে যায়। দ্রুতই বাংলাদেশ   সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ৩২ মিনিটে গোলপোস্টের অনেক বাইরে শট করেন রাকিব। প্রথমার্ধ অস্ট্রেলিয়া ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ পাঁচ ফুটবলার বদলি হিসেবে নামায় বাংলাদেশ। যে জামাল ভূইয়াকে ছাড়া স্বাগতিকেরা আজ একাদশ গঠন করে, তাকে ৫৫ মিনিটে নামানো হয় আরেক মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে। জামাল নামার পর বেশ কিছু আক্রমণ হলেও বাংলাদেশের পক্ষে আসেনি। ৬২ মিনিটে অস্ট্রেলিয়া পায় দ্বিতীয় গোল।  বসের ক্রস থেকে পাওয়া শট হেডে লক্ষ্যভেদ করেন কুসুনি ইয়েঙ্গি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বে বাংলাদেশ এখনো পর্যন্ত ‘আই’ গ্রুপের তলানিতে রয়েছে। ৫ ম্যাচ খেলে হেরেছে ৪ টিতে। একমাত্র  ১-১ গোলে ড্র বাংলাদেশ করে গত বছরের নভেম্বরে কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে করে। ১১ জুন বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে লেবাননের বিপক্ষে।

 

আরও পড়ুন:

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি